Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘গুড মর্নিং ব্রিটেন’ থেকে ছুটি নিয়েছেন পিয়ের্স মরগ্যান

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

টিভি ব্যক্তিত্ব পিয়ের্স মরগ্যান স্বল্প সময়ের জন্য তার অনুষ্ঠান ‘গুড মর্নিং ব্রিটেন’ থেকে ছুটি নিচ্ছেন।
৫২ বছর বয়সী এই উপস্থাপক ২০১৫ সাল থেকে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন। তার শেষ অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন কিছুদিনের জন্য তিনি অনুষ্ঠানটি থেকে ছুটিতে যাচ্ছেন। ব্রিটেনের একটি ওয়েবসাইট জানিয়েছে।
তিনি বলেন : “আমি অল্প কিছুদিনের জন্য ছুটিতে যাচ্ছিৃ আজ সকালে আমি যখন বিশ্বের সবচেয়ে খারাপ লিফটে উঠেছিলাম কেউ একজন আমাকে জিজ্ঞাসা করল, ‘তুমি যে চলে যাচ্ছে সেজন্য দুঃখিত? আমি জবাব দিয়েছিলাম দাঁতের রুট ক্যানাল করার পর দন্ত চিকিৎসকের চেয়ার ছেড়ে ওঠার সময় যতটা দুঃখিত ছিলাম ততটাই দুঃখিত।”
তার সহ-উপস্থাপিকা সুসানা রিড অবশ্য আশ্বস্ত করছেন তার এই ছুটি স্থায়ী নয়। তিনি বলেন, “আমি শুধু বলতে চাই তিনি স্থায়ীভাবে যাচ্ছেন না, কারণ যখনই কেউ এভাবে বলে তখন কাজের মাঝেই ক্ষোভ থাকে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটেন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ