Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে শিখেছে -মায়া চৌধুরী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৮, ১২:৩৪ এএম

র্টার
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম, এমপি বলেছেন, বাংলাদেশ আর হাত পাতবে না, নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে নিজের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত করবে।
গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারের উন্নয়ণ সমাবেশে এসব কথা বলেন। মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন এই এলাকার হিন্দু সম্প্রদায় অবহেলিত ছিল। ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিচ্ছেন। এ দেশ সকল ধর্মের মানুষের। ধর্ম-বর্ণ নির্বেশেষে সবার সমান অধিকার রয়েছে। এই বছরে দুর্গাপূজা ও ঈদ সবাই মিলে উদযাপন করবো। তিনি বলেন, জামায়াত-শিবির এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ছিল। তাদের সাথে নিয়ে সরকার গঠন করে খালেদা জিয়া এদেশের স্বাধীনতাকে অপমান করেছে। মন্ত্রী মায়া চৌধুরী বলেন, বিগত খালেদা সরকারের সময় দেশে বিদ্যুতের প্রচুর লোডশেডিং ছিল। আর বর্তমান সরকারের সময়ে দেশে লোডশেডিং বলতে নেই। ছেলেমেয়েদের লেখাপড়ার সুবিধার জন্য প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে মতলবে ৫ শতাধিক কিলোমিটার বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। মতলবের রাস্তাঘাট আলোকিত করতে ৯ শতাধিক সোলার প্যানেল ও স্ট্রিট ল্যাম্প স্থাপন করা হয়েছে। মন্ত্রী বলেন, বিগত ৪ বছরে যুক্ত মতলবের ৫ শতাধিক রাস্তার উন্নয়ন ও মেরামত করা হয়েছে। এর ফলে মতলব নি¤œভ‚মির এলাকা হলেও সাধারণ মানুষের চলাচলে সুবিধা হয়েছে। মতলবের মানুষদের ঘূর্ণিঝড় ও বন্যার কবল থেকে রক্ষা করতে প্রায় ৩০টি আশ্রয়কেন্দ্র করা হয়েছে। তিনি বলেন, দেশের সকল উপজেলায় আইসিটি শিক্ষার প্রসারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে সরকার মতলবের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ল্যাব করেছে। মতলবে আইসিটি পার্ক করা হচ্ছে। দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ভরাট ও উন্নয়ন করে ছেলেমেয়েদের খেলাধুলার সুযোগ সম্প্রসারিত করা হয়েছে। প্রত্যেক কলেজে নতুন একাডেমিক ও ল্যাব ভবন করা হয়েছে। অধিকাংশ উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন করা হয়েছে। দেশের সকল জেলা উপজেলায় এসব জনকল্যাণ কার্যক্রমের ফলেই বাংলাদেশ নি¤œ আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনা ও নৌকা মার্কায় সমর্থন অব্যাহত রাখার আহŸান জানান মন্ত্রী। সমাজের উন্নয়ণ প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, সমাজ থেকে অশিক্ষা ও কুসংস্কার দূর করতে হবে। বাল্যবিবাহ মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। সুলতানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ স্বপন মোরশেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম ইমন, ছেংগারচর পৌর মেয়র রফিকুল আলম জজ।



 

Show all comments
  • গনতন্ত্র ২৪ মার্চ, ২০১৮, ২:০৭ এএম says : 0
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম, এমপি বলেছেন, বাংলাদেশ আর হাত পাতবে না, নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। জনগন বলছেন, “ বাংলাদেশ “কোন দিনই হাত পাতে নাই, পেতেছে সরকার ৷ “ বাংলাদেশ “ সবসময় নিজের পায়ে দাঁড়িয়ে ছিল, আজও আছে ৷ জনগন বলছেন তাইতো বলি,.......................????
    Total Reply(0) Reply
  • Nannu chowhan ২৪ মার্চ, ২০১৮, ৯:৪৮ এএম says : 0
    Bangladesher ja kiso orjon taha Bangladeshi apamor sromiq jonotar kormer foshol,apnara shodhu lootpate besto asen tai noy ki?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ