বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শ্রদ্ধা ও ভালবাসায় শেষ বিদায় জানানো হয়েছে নেপালে ইউএস বাংলার উড়জাহাজ দুর্ঘটনায় নিহত মেডিকেল কলেজ থেকে পাশ করা বরিশালের পিয়াস রায়কে। গতকাল (শুক্রবার) সকাল ৯টায় বরিশাল মহাশ্মশানে তার অন্তেষ্টেক্রীড়া সম্পন্ন হয়। তার আগে কৈশোর ও যৌবনের বিদ্যাপীঠগুলোতে তার মরদেহ নিয়ে যাওয়া হলে শ্রদ্ধা জানান সহপাঠী ও শিক্ষগন। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় তার মরদেহ গ্রহন করেন পিতা হাইস্কুল শিক্ষক সুখেন্দু রায়। বাক্সবন্দী পিয়াসের নিথর দেহ বৃহস্পতিবার রাতে তার শেষ শিক্ষা প্রতিষ্ঠান গোপালগঞ্জের সাহেরা খাতুন মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানে শিক্ষক-শিক্ষার্থীরা মরদেহে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শেষ বিদায় জানায়।
পিয়াসের নিথর দেহ রাত ৩টায় বরিশাল নগরীর গফুর সড়কের বাসায় পৌঁছে। মরদেহের অপেক্ষায় রাত জেগে ছিলেন পিয়াসের মা পুর্নিমা রায় ও একমাত্র বোন শুভ্রা রায় সহ স্বজন ও প্রতিবেশীরা। মরদেহ বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
গতকাল (শুক্রবার) সকালে তার প্রিয় বিদ্যাপিঠ বরিশাল জিলা স্কুলে দ্বিতীয় দফায় পিয়াসের কফিনে ফুলেল শ্রদ্ধা জানায় শিক্ষক ও প্রাক্তন সহপাঠীরা। এরপরে সকাল ৯টায় বরিশাল মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় অন্তেষ্টেক্রিয়া সম্পন্নের জন্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।