Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মধ্যপাড়া কঠিন শিলা খনির ৯ নম্বর স্টোপের উদ্বোধন

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ জলিল সরকার | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

মধ্যপাড়া কঠিন শিলা খনি হতে প্রতিমাসে ১ লক্ষ ২০ হাজার মে.টন কঠিন শিলা উৎপাদনের লক্ষ্যমাত্রায় গতকাল শুক্রবার বেলা ১১ টায় ৯ নম্বর স্টোপ উদ্বোধন করেন জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এম.পি । এ উপলক্ষ্যে খনি চত্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিটিসির চেয়ারম্যান ড. সিরাজুল ইসলাম কাজীর সভাপতিত্বে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোহাম্মদ ফয়েজউল্লাহ, বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও এমজিএমসিএল বোর্ডের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, জিটিসির প্রকল্প পরিচালক মিঃ আলিসকসেন্দ্রো মালসভ, চীফ অফ মাইন অপারেশন ইউরি দেভিয়াতভ, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস এম নুরুল আওরঙ্গজেব ও পার্বতীপুরের ইউএনও তরফদার মাহমুদুর রহমান প্রমূখ। মন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে এই খনিকে উন্নয়নের সোপান হিসেবে চিহ্নিত করে তিন সিফটে ৩০ হাজার মে.টন কঠিন শিলা উৎপাদনের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসিকে (জার্মানীয়া ট্রেষ্ট কনসোটিয়াম) তাগিদ দেন। এর আগে মন্ত্রী সফর সঙ্গীদের নিয়ে মধ্যপাড়া প্রকল্প চত্বরে ল্যান্ড করলে তাকে ফুলেল সংবর্ধনা জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্বোধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ