Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একযুগ পর বাংলাদেশে সাউথ এশিয়ান আরচ্যারি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

সাউথ এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপের প্রথম আসরটি ২০০৬ সালে বাংলাদেশ বসেছিল। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত হয় ওই আসরের খেলা। এরপর চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরটি দু’বছর পরে ভারতের জমশেদপুরে বসলেও দীর্ঘ দশ বছর আয়োজন করা যায়নি এ টুর্নামেন্ট। অবশেষে ফের আলোর মুখ দেখলো দক্ষিণ এশিয়ান আরচ্যারদের সবচেয়ে বড় টুর্নামেন্টটি। একযুগ পর বাংলাদেশে ফিরলো এ আসর। আগামীকাল বিকেএসপিতেই উদ্বোধন হচ্ছে টুর্নামেন্টের তৃতীয় আসরের। চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এবার ভুটান ও পাকিস্তানসহ ছয়টি দেশের অংশ নেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত চার দেশকে নিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্ট। এরা হলো- স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টে চার দেশের ৬৩ জন আরচ্যার লড়বেন ৩০ টি (১০ স্বর্ণ, ১০ রৌপ্য ও ১০ ব্রোঞ্জ) পদকের জন্য। রিকার্ভ ও কম্পাউন্ড এ দু’টি বিভাগে খেলা হবে দশটি ইভেন্টে। ইভেন্টগুলো হচ্ছে- রিকার্ভ: পুরুষ ও মহিলা একক, পুরুষ ও মহিলা দলীয়, ও মিশ্র দলীয় এবং কম্পাউন্ড- পুরুষ ও মহিলা একক,পুরুষ ও মহিলা দলীয় ও মিশ্র দলীয়। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সামছুর রহমান, ফেডারেশনের সহ-সভাপতি মো: আনিসুর রহমান দিপু ও সদস্য রফিকুল ইসলাম টিপু। কাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। সমাপনী দিন প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। সংবাদ সম্মেলনে আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক চপল বলেন, ‘আমাদের লড়াইটা হবে ভারতের সঙ্গে। স্বর্ণ জিতবে আমাদের ছেলেরা তা নিশ্চিত বলছি না। তবে আগের চেয়ে ভালো করবে তারা।’
২০২০ টোকিও অলিম্পিকে চোখ রেখে ‘গো ফর গোল্ড’ পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন। এ পরিকল্পনা বাস্তবায়নে তারা ৫ বছরের জন্য নিয়োগ দিয়েছে মার্টিন ফ্রেডরিখ নামের এক জার্মান কোচকে। মাসখানেক আগে দায়িত্ব নেয়া এ কোচের অধীনে অনুশীলন করে লাল-সবুজ আরচ্যাররা কতটা উন্নতি করেছেন তার একটা পরীক্ষা হবে এ টুর্নামেন্টে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ