প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : একযুগ পর মনতাজুর রহমান আকবরের পরিচালনায় নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা মৌসুমী। এ মাসের মাঝামাঝি থেকে আকবরের নির্দেশনায় অভিনয় করতে যাচ্ছেন ‘দুলাভাই জিন্দাবাদ’ চলচ্চিত্রে। এতে ডিপজলের স্ত্রীর ভ‚মিকায় অভিনয় করবেন তিনি। রাজেশ ফিল্মস প্রযোজিত নাদির খান প্রযোজিত এই চলচ্চিত্রের গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এই নিয়ে মনতাজুর রহমান আকবরের নির্দেশনায় ১৪তম চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন মৌসুমী। চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘স্ক্রিপ্ট আমার দারুণ পছন্দ হয়েছে। এখনো প্রতিনিয়ত আমার কাছে অনেক স্ক্রিপ্ট আসে। কিন্তু এখন আমি চলচ্চিত্রে কাজ করার বিষয়ে একটু বেশি চুজি হয়েছি। যে কারণে স্ক্রিপ্ট ভালো না লাগলে কাজ করি না। আকবর ভাইয়ের কাজের প্রতি আমার যেমন বিশ্বাস আছে, সেইসাথে আছে তার কাজের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। আশা করি, নতুন চলচ্চিত্রটি অনেক ভালো হবে।’ মনতাজুর রহমান আকবর বলেন, ‘একযুগ পর মৌসুমী আমার চলচ্চিত্রে কাজ করছেন। ভাবাই যায় না মাঝে এতোটা সময় পেরিয়ে গেছে। যে চরিত্রটিতে মৌসুমী কাজ করার জন্য সম্মতি দিয়েছেন, তা তার বাইরে কাউকে নিয়ে করার কথা কল্পনাও করিনি। আমার ভালো লাগার বিষয় হচ্ছে, মৌসুমী আমার পরিচালনায় সর্বাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।’ এদিকে মৌসুমী এখন বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তার স্বামী ওমরসানীর নির্বাচনী প্রচারণা নিয়েও। শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে ওমরসানী সভাপতি হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করবেন। মনতাজুর রহমান আকবরের নির্দেশনায় মৌসুমী প্রথম অভিনয় করেন ১৯৯৫ সালে চিত্রনায়ক বাপ্পারাজের বিপরীতে ‘বাঘিনী কন্যা’ চলচ্চিত্রে। সর্বশেষ ২০০৪ সালে আকবরের নির্দেশনায় ‘ভাইয়ের শত্রæ ভাই’ চলচ্চিত্রে অভিনয় করেন। এদিকে কাজী হায়াৎ’র নির্দেশনাতেও মৌসুমী শিগগিরই ‘ঘুম’ চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছেন। এদিকে ভালোবাসা দিবস উপলক্ষে মৌসুমী অভিনয় করেছেন তারিক মুহাম্মদ হাসানের নির্দেশনায় ‘মিডনাইট লাভ’ নাটকে। এতে তার বিপরীতে আছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।