Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিরেক্টর হয়ে সাসেক্সে হ্যালসল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

নিদাহাস ট্রফিতে দলের সঙ্গে ছিলেন না সহকারী কোচের দায়িত্বে থাকা রিচার্ড হ্যালসল। তিনি না থাকায় বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব তুলে দেয় নির্বাচকরা। সাফল্যও এনে দেন ক্যারিবিয়ান কিংবদন্তি। ফুলেল সংবর্ধনায় যেদিন দেশে ফেরে দল ঠিক তার পরদিনই বোর্ডের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেন হ্যালসল। বিসিবিও তা গ্রহণ করে সানন্দে। তার পদত্যাগ করার পরের দিনই জানা গেল ইংলিশ কাউন্টিতে যোগ দিয়েছেন তিনি। কাউন্টি দল সাসেক্সের একাডেমির ডিরেক্টর পদে যোগ দিয়েছেন হ্যালসল। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তার সেখানে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করে ক্লাব কর্তপক্ষ।
যদিও হ্যালসল-সাসেক্সের বন্ধন বেশ পুরনো। এর আগে ১৯৯৮ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্লাবটির ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জিম্বাবুয়েতে জন্ম নেয়া ইংল্যান্ডের অধিবাসী। ২০১৪ সালে বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে চুক্তি সই করেন হ্যালস্যাল। পরবর্তিতে তাকে সহকারী কোচের পদে নিয়োগ দেয় বিসিবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ