প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : আজ শিল্পকলা একাডেমিতে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবার ভোটারের সংখ্যা ৩৮৪ জন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন ড. ইনামুল হক। তার সঙ্গে কমিশনার থাকবেন এসএম মহসীন ও খায়রুল আলম সবুজ। নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন গাজী রাকায়েত, কায়েস চৌধুরী ও জাহিদ হাসান। সাধারণ সম্পাদক পদে লড়বেন এসএ হক অলিক ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এই নির্বাচনের মাধ্যমে টিভি নাটক নির্মাতাদের সংগঠিত হওয়ার সুযোগ হিসেবে দেখছেন অনেকেই। নাটক নির্মাতাদের কাছে এই নির্বাচন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্মাতাদের অধিকার রক্ষার একটি প্লাটফর্ম দাঁড় করানোই এর মূল উদ্দেশ্য। ২০০২ সালে গঠিত হওয়ার পর এতদিন সিলেকশন পদ্ধতিতে কমিটি গঠন করা হয়েছে। প্রথমবার নির্বাচন হতে যাওয়ায় নির্মাতাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনে সহ-সভাপতি পদে লড়ছেন আকরাম খান, কচি খন্দকার, চয়নিকা চৌধুরী, শুভ্র খান, সৈয়দ শাকিল ও সকাল আহমেদ। যুগ্ম-সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা হলেন হৃদি হক, হিমেল আশরাফ, রাজু আলীম, মাসুদ মহিউদ্দীন, রহমতুল্লাহ তুহিন, হাসান জাহাঙ্গীর ও শেখ মুহাম্মদ এহসানুর রহমান। অর্থ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আরিফ আল মামুন, নঈম ইমতিয়াজ নেয়ামুল ও আল হাজেন। সাংগঠনিক সম্পাদক পদপ্রাথী ইমরাউল রাফাত, দীন মোহাম্মদ মন্টু, আকতারুজ্জামান ও এসএম কামরুজ্জামান সাগর। প্রচার সম্পাদক পদে লড়বেন জুয়েল মাহমুদ, পিকলু চৌধুরী, পঙ্কজ কুমার ঘোষ ও ফয়েজ আহমেদ রেজা। এছাড়া ১০টি কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন ২৭ জন। তারা হলেনÑ আহমেদ ইউসুফ সাবের, কায়সার আহমেদ, ফজলুল হক, কৌশিক শংকর দাশ, ইমেল হক, মাহমুদ দিদার, মাবরুর রশীদ বান্নাহ, সাজ্জাদ সুমন, সাইফ চন্দন, সেতু আরিফ, ফিরোজ খান, ডিএ তায়েব, রাইসুল তমাল, শামীমা শাম্মী, স্বপন সিদ্দিকী, সুকুমার চন্দ্র দাস, তাওহিদুল ইসলাম, ফেরারী অমিত, কবীর বাবু, শাহ মো. রাকিব, মারুফ মিঠু, সগীর মোস্তফা, মো. সহিদ উন-নবী, যুবরাজ খান, সাজ্জাদ সনি, মিলন ভট্টাচার্য্য, আবু রায়হান জুয়েল ও সাইফুল আলম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।