মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের রাজনৈতিক দল কংগ্রেস ও বিজেপি সম্ভবত লন্ডনভিত্তিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার ভারতীয় শাখার গ্রাহক। তাদের হাতে আসা ইলেকট্রনিক রেকর্ডস ও নথি অন্তত তাই বলছে বলে দাবি ভারতীয় গণমাধ্যম এনডিটিভির। তবে কংগ্রেস ও বিজেপি, উভয় দলই ওই প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের সেবা নেওয়ার কথা অস্বীকার করেছে। গত বুধবার ভারতের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ অভিযোগ করে বলেছেন, ওই প্রতিষ্ঠানের সঙ্গে কংগ্রেসের যোগাযোগ আছে। তিনি বলেন, “আমরা সংবাদপত্রের স্বাধীনতাকে সমর্থন করি, কিন্তু নির্বাচনী প্রক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার পছন্দ করি না। আইটি ও আইনমন্ত্রী হিসেবে আমার এটি পরিষ্কার করা দরকার ছিল। অপরদিকে কেমব্রিজ অ্যানালিটিকার কোনো সেবা তাদের দল কখনো নেয়নি বলে দাবি করেছেন কংগ্রেসের মুখপাত্র রনদ্বীপ সুর্যেওয়ালা। কিন্তু কেমব্রিজ অ্যানালিটিকার অধিভুক্ত ভারতীয় প্রতিষ্ঠান ওভলেনো বিজনেস ইন্টিলিজেন্স (ওবিআই) বিজেপি, কংগ্রেস এবং নীতিশ কুমারের জনতা দলকে (সংযুক্ত) তাদের গ্রাহক হিসেবে উল্লেখ করেছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।