Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করলে পাল্টা ব্যবস্থা : চীন

চীন থেকে আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা ও নতুন করারোপ করবেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে চীন বলেছে, দেশটির বিরুদ্ধে ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করলে পাল্টা ব্যবস্থা নেবে বেইজিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে মেধাস্বত্ব চুরি ও হস্তান্তরে উৎসাহিত করার অভিযোগে বৃহস্পতিবার আরও পরে চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন বলে খবর প্রকাশিত হওয়ার পর বেইজিং এ হুঁশিয়ারি উচ্চারণ করল। চীনের বাণিজ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক ঘোষণায় বলেছে, চীনের বৈধ অধিকার ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি বেইজিং চেয়ে চেয়ে দেখবে না। নিজের অধিকার রক্ষার জন্য নিশ্চিতভাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বেইজিং। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, হোয়াইট হাউজ চীনা পণ্যের ওপর তিন হাজার থেকে ছয় হাজার কোটি ডলার শুল্ক বসানোর চিন্তা-ভাবনা করছে। মার্কিন ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুসারে, বৃহস্পতিবার চীন থেকে আমদানির ক্ষেত্রে নতুন করারোপ করবেন ডোনাল্ড ট্রাম্প। নতুন আরোপিত করের পরিমাণ প্রায় ৬০ বিলিয়ন ডলার হতে পারে। এর ফলে বিশ্বের বড় দুটি অর্থনীতির দেশ চীন ও যুক্তরাষ্ট্র একটি নতুন বাণিজ্য যুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ট্রাম্পের অভিযোগ, চীন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মেধা সম্পদ চুরি ও স্থানান্তর করছে। তিনি আরও বলেছেন, বাণিজ্য যুদ্ধ ভালো এবং সহজে জেতা যায়। বিপরীতে চীন বরাবরই জানিয়ে আসছে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ার কোনও ইচ্ছে তাদের নেই। কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে তারা প্রস্তুত রয়েছে। চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও কর আরোপের ফলে উভয় দেশের মধ্যে বড় ধরনের বাণিজ্যিক যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুসারে, নিষেধাজ্ঞার আওতায় চীনের কাছ থেকে ৩০-৬০ বিলিয়ন ডলার কর আদায় করা হতে পারে। এছাড়া চীনের বিনিয়োগেও নিষেধাজ্ঞা আসতে পারে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, চীনের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্র অভিযোগও দায়ের করা হতে পারে। গতকাল বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ৩০১ ধারা তদন্তের প্রেক্ষিতে চীন নিজের অবস্থান একাধিকবার জানিয়েছে। যুক্তরাষ্ট্রের এমন রক্ষণশীল নীতি বিরোধিতা আমরা করেছি। এতে আরও বলা হয়, যদি আমাদের আইনি অধিকার ও স্বার্থ হুমকির মুখে পড়ে তাহলে চীন বসে থাকবে না। আমাদের অধিকার ও স্বার্থ রক্ষা আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব। মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের করারোপের পাল্টা পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিয়েছে চীন। তারা যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য আমদানির ক্ষেত্রে কর বাড়াতে পারে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ