২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত মোটা হবেন ৪০০ কোটি মানুষ
২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত ওজন বা মোটা হবেন বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ। সংখ্যার বিচারে যা
প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ১৮। আমার দু’চোখের নিচে অসংখ্য শক্ত বিচি হয়েছে। অনেক ওষুধ ব্যবহার করেছি। কোন কাজ হচ্ছে না। তাই আপনার শরনাপন্ন হলাম।
-কল্পনা। পান্থপথ। ঢাকা।
উত্তর : আপনার ত্বকের রোগটির নাম শ্বেতী। ইংরেজিতে বলা হয়- Vitiligo। বর্তমানে আধুনিক বৈজ্ঞানিক কসমেটিক সার্জারি ‘মিনি-পাঞ্চ গ্রাফটিং’-এর মাধ্যমে মাত্র ০১ সেশন চিকিৎসায় সমস্যাটি নির্র্মূল করা সম্ভব। এতে কোনো পার্শ্বক্রিয়া নেই।
প্রশ্ন : আপনার রোগটি সম্ভবতঃ “সিরিনগোমা’। এটি একটি বিরল ত্বক সমস্যা। তবে রেডিওসার্জারীর মাধ্যমে কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এটা নির্মূল করা যায়।
আমীর হোসেন। কলাবাগান। ঢাকা
উত্তর : আপনার সমস্যাটি সম্ভবত পুরুষত্বহীনতা। আপনাদের দেহের সেক্স- হরমোনের ভারসাম্য পরীক্ষা করে সমস্যাটি স্থায়ীভাবে নির্মূল করা সম্ভব।
প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ৩১। বাবা-মা বিয়ের জন্য কনে খুঁজছেন। কিন্তু আমি এ মুহূর্তে বিয়ের জন্য অপ্রস্তুত। কারণ, আমার মাথায় টাক হয়েছে এবং চিকিৎসা করতে হবে। প্লিজ, আমাকে সমাধান দিন।
রফিক। চাঁদপুর সদর। চাঁদপুর।
উত্তর : টাক এখন কোনো সমস্যাই নয়। আধুনিক বৈজ্ঞানিক ‘স্টেম-সেল থেরাপির’ মাধ্যমে টাক নির্মূল করা সম্ভব। এতে কোনো পার্শ্বক্রিয়া নেই।
প্রশ্ন : আমি বিবাহিতা। বয়স ৩৩। বেশ কিছুদিন যাবত আমার পায়ের তলা ফেটে যাচ্ছে। এটি খুবই যন্ত্রণাদায়ক। অনেক ওষুধ খেয়েছি। মোটেই ভালো হচ্ছে না।
মিসেস সালমা বেগম। বেনাপোল। যশোর।
উত্তর : বর্তমানে চিকিৎসায় পায়ের ফাটা কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই নির্মূল করা সম্ভব।
ষ ডা. একেএম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও এলার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন
সিনিয়র কনসালটেন্ট
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৬৭৮৫৯২০৭১।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।