Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

পহেলা বৈশাখ দুই বাংলায় মুক্তি পাবে শঙ্খচিল

প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় ‘শঙ্খচিল’ আগামী পহেলা বৈশাখ, ১৪ এপ্রিল দুই বাংলায় একসাথে মুক্তি পাবে প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক গৌতম ঘোষ। ‘শঙ্খচিল’ গৌতম ঘোষের ১৪তম কাহিনীচিত্র। মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ ও কুসুম শিকদার। তাদের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন নবাগতা অনুম রহমান খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, প্রবীর মিত্র, রোজী সিদ্দিকী, রিয়াজ মাহমুদ জুয়েল, শাকিল আহমেদ, শাহেদ আলী, দীপঙ্কর দে, অরিন্দম শীল, ঊষসী চক্রবর্তী প্রমুখ। চলচ্চিত্রটির মুক্তি দিন ধার্য উপলক্ষে গত বৃহস্পতিবার চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আশীর্বাদ চলচ্চিত্রের কর্ণধার হাবিবুর রহমান খান, চলচ্চিত্রটির নির্মাতা গৌতম ঘোষ ও বাংলাদেশের প্রখ্যাত নাট্যভিনেতা মামনুর রশীদ। সংবাদ সম্মেলনে গৌতম ঘোষ বলেন, ‘পাঁচ বছর আগে প্রসেনজিৎকে নিয়ে তৈরি করেছিলাম মনের মানুষ। এর আগে পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রটি তৈরি করেছি। চলচ্চিত্র দুইটি মুক্তি পাওয়ার পর দুই দেশ থেকেই দারুণ সাড়া পেয়েছিলাম। এবার বানিয়েছি শঙ্খচিল। প্রত্যাশা এবারও অনেক। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি শঙ্খচিল-এর চিত্রায়ন হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার টাকিতে। তিনি জানান ‘শঙ্খচিল’ ১৯৪৭ সালের দেশভাগ এবং পরবর্তী সময়ে সীমান্তবর্তী এলাকার মানুষের সুখ-দুঃখের গল্প। চলচ্চিত্রটি কোন দেশভাগের গল্প নয়, দেশভাগের স্মৃতির গল্প।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পহেলা বৈশাখ দুই বাংলায় মুক্তি পাবে শঙ্খচিল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ