Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে মাদক ও বাল্যবিয়ে রোধে মতবিনিময়সভা

পঞ্চগড় জেলা সংবদাদাতা | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

পঞ্চগড়ের মাড়েয়া বামনহাট ইউনিয়নে ফুটকীবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে গত বুধবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা, মাদক, বাল্যবিয়ে ও যৌতুক বিষয়ে সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মাড়েয়া বামনহাট ইউনিয়ন (ইউপি) পরিষদের আয়োজনে ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আবু আনছার মো. রেজাউল করিম শামীম চেয়ারম্যান অত্র ইউনিয়ন পরিষদ।
এতে বক্তব্য রাখেন বোদা থানার অফিসার ইনচার্জ এ কে এম নুরুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বাবু নব কুমার, বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দীন প্রধান, ইউপি সদস্য মো. আমজাদ হোসেন, মো. মনসুর আলী, বাবু অদশি চন্দ্র বর্মন, মো. কামরুজ্জামান বাদল, অন্ন প্রসাদ, বাবু অখিল চন্দ্র র্বমন, মো. লুৎফর রহমান, খাদেমুল ইসলাম ও পঞ্চগড়ের সিনিয়র সাংবাদিক মো. কামরুল ইসলাম কামু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু আনছার মো. রেজাউল করিম শামীম চেয়ারম্যান মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ। সভায় বক্তারা অনতি বিলম্বে স্থানীয় মাদক ব্যবসয়ীও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলনসহ সচেতন হওয়ার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ