গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখা ও বাংলাদেশ দূতাবাসকে নিয়ে সবধরনের মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখা সভাপতি রফিকুল ইসলাম মিয়া আরজু এবং সাধারণ সম্পাদক এস এম তমাল পারভেজ। প্রতিবাদে তাঁরা বলেন, বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখা ও মস্কোস্থ বাংলাদেশ দূতাবাস গত ১৭ মার্চ দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও শিশু দিবস যৌথভাবে পালন করে। এতে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বের সময়ের বাধ্যবাধকতার কারণে কিছু গান ও কবিতা উপস্থাপনা থেকে বাদ পরে। কিন্তু বাংলাদেশে প্রকাশিত কিছু পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে আমরা জানতে পারি যে, সাম্প্রদায়িক মনোভাবের কারণে অনুষ্ঠানে একটি কবিতাকে আবৃত্তি করা থেকে নিবৃত্ত করা হয়েছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন। শুধুমাত্র সময়ের স্বল্পতার কারনেই অনুষ্ঠানের একদিন পূর্বে চূড়ান্ত বাছাই পর্বে আমরা শুধু ওই কবিতাটিই নয় আরও কিছু গানও অনুষ্ঠানের সূচি থেকে বাদ দেয়া হয়। আর তাই রফিকুল ইসলাম মিয়া আরজু ও এস এম তমাল পারভেজ বিষয়টি নিয়ে মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।