Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রিয়াল ছেড়ে চীনে রোনালদো!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ক্রিশ্চিয়ানো রোনালদোর দলবদল নিয়ে গত কয়েক বছর কানাঘুসো কম হয়নি। তবে বার বার রিয়াল মাদ্রিদেই থাকার কথা বলে এসেছেন পর্তুগিজ তারকা। কিন্তু বাস্তবতা মেনে একদিন তো মাদ্রিদ তাকে ছাড়তেই হবে। সেক্ষেত্রে তার পরবর্তি গন্তব্য কি হবে?
এর উত্তর দিয়েছেন লুইস ফিলিপ স্কলারি। তার মতে, রোনালদো পাড়ি জমাবেন চাইনিজ সুপার লিগে। স্কলারির এমন মন্তব্যে যেন আগুনে ঘি ঢেলেছে। ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ তিন বছর চাইনিজ ক্লব গুয়ানঝু এভারগ্রান্ডের দায়িত্বে ছিলেন। বিভিন্ন সময়ে নাকি তার কাছে রোনালদো জানতে চেয়েছেন পূর্ব এশিয়া সম্পর্কে। ব্রাজিলের এক টিভি চ্যানেলকে স্কলারি বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো একাধীকবার আমার কাছে জানতে চেয়েছে চায়না সম্পর্কে। কেন রোনালদো চীনে যাবে না? হ্যাঁ, সে আমার কাছে জানতে চেয়েছে চায়না বসবাসের জন্য কেমন। আমি তাকে বিস্তারিত জানিয়েছি।’ রোনালদোর চায়না পাড়ি দেয়ার পক্ষে যুক্তিও দেখিয়েছেন স্কলারি। তার মতে, ‘রোনালদো হলো একটি ব্রান্ড, সে নিজেই একটা ইন্ডাস্ট্রি। আর চায়না হলো এর জন্য সবচেয়ে বড় জায়গা।’
পরশু লিসবনে পর্তুগিজ ফুটবল অ্যাসোসিয়েশেনের কুইনা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোনালদো ও স্কলারি দুজনই। অনুষ্ঠানে রোনালদোর হাতে তুলে দেওয়া হয় বর্ষসেরা পর্তুগিজ খেলোয়াড়ের পুরষ্কার। পর্তুগিজ ফুটবলে বিশেষ অবদানের জন্য দেশটির চেলসি কোচ হোসে মরিনহোকে ভুষিত করা হয় ভাস্ক দা গামা ট্রফিতে। মোনাকোকে ফ্রেঞ্চ লিগ ওয়ান জেতানো কোচ লিওনার্দো জার্দিম জিতে নেন বর্ষসেরা কোচের পুরষ্কার। পুরষ্কার হাতে রোনালদো বলেন, ‘এই পুরস্কার আমার সকল সতীর্থের। দলীয় ও এককভাবে ২০১৭ সালটা আমার জন্য দারুণ ছিল। এটা আমি আমার চার সন্তানকে উৎসর্গ করছি।’ রসিকপ্রবণ রোনালদো যোগ করেন, ‘তিন মাসে তিন ছেলেমেয়ে, এটা আরো এক রেকর্ড।’



 

Show all comments
  • পাবেল ২১ মার্চ, ২০১৮, ২:৩০ এএম says : 0
    খারাপ হবে না !
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিয়াল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ