Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সওজের অভিযানে সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ ) উপজেলা সংবাদদাতাঃ সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দু’পাশে সরকারি জমি দখল করে অবৈধ ভাবে গড়ে উঠা ফুটপাত, খাবার হোটেল, ওষুধের দোকান, পরিবহন টিকিট কাউন্টার ও দলীয় কার্যলয়সহ কমপক্ষে সহ¯্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দিয়েছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। সড়ক ও জনপথ বিভাগ ঢাকা জোনের ষ্টেট এন্ড ল‘ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্বে থাকা মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে গত সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে এই অবৈধ উচ্ছেদ অভিযান। স্থানীয় প্রভাবশালী মার্কেট মালিক, ক্ষমতাসীন দলের নেতা, চাঁদাবাজ চক্রের কোন কথা আমলে না নিয়ে ম্যাজিস্ট্রেট এর নির্দেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু,পাশের সকল অবৈধ স্থাপনা বেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে উপস্থিত থাকা নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের ভিটিকান্দি সড়ক উপ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার আলম ও উপ-সহকারি প্রকৌশলী মতিয়ার রহমান উপ-সচিবকে উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন। ফলে এই উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছে উপস্থিত হাজার হাজার সাধারণ মানুষ। অভিযানের নেতৃত্বদানকারী সড়ক ও জনপথ বিভাগ ঢাকা জোনের ষ্টেট এন্ড ল‘ অফিসার মাহবুবুর রহমান ফারুকী জানান, শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু,পাশে যেসব ফুটপাত, মার্কেটের সামনে সরকারি জায়গা দখল করে কাঁচা পাকা দোকান পাট, খাবার হোটেল, ফার্মেসী, পরিবহন টিকিট কাউন্টার গড়ে তোলা হয়েছে তা অবৈধ। দখলকারিরা এসব দোকানপাট গড়ে তুলে যান ও জনচলাচলে বিঘœ সৃষ্টি করছিল। তাই অবৈধ ভাবে সরকারি জমি দখল করে গড়ে তোলা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদ অভিযানের ফলে শিমরাইল মোড়ের পরিবেশ সুন্দর ও ফুটপাত বাণিজ্য মুক্ত হলেও তা কতদিন বহাল থাকবে কিনা এই সন্দেহ পোষন করছেন স্থানীয়রা। কারণ,এর আগে যতবার উচ্ছেদ করা হয়েছে তত বারই আবার দোকানপাট গড়ে উঠেছে। আর যাতে এসব দোকানপাট গড়ে উঠতে না পারে সেই নজরধারী রাখার জন্য সওজ কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন সচেতন মহল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ