বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার জেলা সংবাদদাতা : হাফেজ মাওলানা শেখ এইচ এম আহসান উল্লাহ মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় এক মাস ৬দিন জেল খেটে গত ১২ মার্চ কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিনে বেরিয়ে গতকাল চকরিয়া একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে তার কারাভোগের নির্মম কাহিনী বর্ণনা করেছেন স্থানীয় সংবাদিকদের কাছে। শেখ এইচ এম আহসান উল্লাহ তার লিখিত বক্তব্যে জানান, গত ৪ ফেব্রæয়ারী চকরিয়া থানার ওসি তদন্ত মিজানুর রহমান ও দারোগা এনামুল হক তাকে মোবাইল করে থানায় আসার জন্য বলেন। তিনি সরল বিশ্বাসে তার নিজস্ব গাড়ি নিয়ে থানায় যান। পরে পুলিশ রহস্যজনক কারণে ইয়াবা সংক্রান্ত মামলায় গ্রেফতার করে বিজ্ঞ জুড়িমিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান। তিনি আরোও জানান, সে একজন হাফেজে কোরআন ও দাওরায়ে হাদিস পড়–য়া একজন আলেম। ইয়াবা কি জিনিস তা পত্র পত্রিকায় দেখেছে কিন্তু বাস্তব জীবনে কোন দিন দেখেনি। কিন্তু চকরিয়া থানা পুলিশ কে তাকে এ ধরনের একটি মিথ্যা মামলায় গ্রেফতার করে জেলে পাঠালেন তা তার বিশ্বাস হচ্ছে না। হাফেজ মাওলানা শেখ এইচ এম আহসান উল্লাহ, পিতা: হাজি গোলাম সোবহান, মহেশখালী পাড়া(ধরিয়াছড়ি) ৪নং ওয়ার্ড, ফাইতং ইউনিয়নের লামা উপজেলার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে প্রবাস জীবন কাটিয়ে এলাকায় এসে ফাইতং এলাকায় দিলোয়ার উলুম হেফজ খানা ও এতিমখানা প্রতিষ্টা করেন। ওই এলাকার ধইল্ল্যাহছড়ি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি। গত ইউপি নির্বাচনে ফাইতং ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এলাকার কিছু কুচক্রিমহল তাকে বিভিন্ন সময় মিথ্যা মামলায় আটকানোর জন্যে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারী মিথ্যা মামলায় গ্রেফতার করে একমাস ৬দিন কারাভোগের পর আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সাংবাদকর্মীদের কাছে তার কারাভোগের কাহিনী বর্ণনা করেছেন। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাষ্টার রুহুল আমিন, মাষ্টার ছরওয়ার আলম, মো: রবিউল ইসলাম, আফজাল হোসেন জয়, ফাইতং এমইউপি ছরওয়ার আলম, সাদ্দাম হোসেন শাহিন ও জাহেদুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।