Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রওশন ক্ষমতায় যাওয়ার সংগ্রামের ডাক দিলেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

২০১৪ সালের ৫ জানুয়ারীর ভোটারবিহীন নির্বাচনে অংশ গ্রহণ করে বিরোধী দলের নেতা হয়েছেন। এখন আর জাতীয় সংসদে বিরোধী দলের নেতার ‘চেয়ারে’ থাকতে চাচ্ছেন না জাতীয় পার্টির কো চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। তাই তিনি এবার ক্ষমতায় যাওয়ার সংগামের ডাক দিলেন। গতকাল গুলশান ইমানুয়েলস কনভেনশন সেন্টারে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক যৌথ সভায় তিনি বলেন, আগামী ২৪ মার্চ মহাসমাবেশের মধ্য দিয়ে জাতীয় পার্টি একাদশ নির্বাচনে ক্ষমতায় যাওয়ার সাংগঠনিক মহড়া দেবে। বললেন, ‘এবারের সংগ্রাম ক্ষমতা যাওয়ার সংগ্রাম। শুধু ২৪ মার্চ সমাবেশস্থেলে থাকলে হবে না, নির্বাচনের আগে সকল কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়া আগামী একাদশ নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিতে যা যা করণীয় তাও করবে জাতীয় পার্টি।’
রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টিকে গ্রাম বাংলার মানুষ এখনও স্মরণে রেখেছ। কারণ গ্রাম বাংলার যত উন্নয়ন হয়েছে সব উন্নয়ন করেছে জাতীয় পার্টি। বিএনপিকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের বলেন, আগামী একাদশ নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয় এবং বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে জাতীয় পার্টি এককভাবে ৩০০ আসনে নির্বাচন করবে।
ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, জিয়াউদ্দিন বাবলু প্রমূখ। ##

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রওশন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ