Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিঙ্গার সেলাই শিক্ষিকা বার্ষিক সম্মেলন

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

সিঙ্গার সেলাই শিক্ষিকাদের বার্ষিক সম্মেলন গত ১৮ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সিঙ্গার সেলাই শিক্ষিকাগন সম্মেলনে অংশগ্রহন করেন। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম এইচ এম ফাইরোজ বলেন, ‘গত কয়েক বছরে সিঙ্গার ব্যবসায়িকভাবে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লাভ করেছে যেখানে সেলাই শিক্ষিকাদের ভ‚মিকাকে ছোট করে দেখার সুযোগ নেই। সেলাই সংক্রান্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সিঙ্গার সেলাই শিক্ষিকাগণ সমাজের নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলছে।’ আগামি দুই বছর ধরে সিঙ্গার ও ব্র্যাকের যৌথ প্রকল্প ‘অবলম্বন’-এর আওতায় দেশব্যাপি প্রায় ৫০০০ দরিদ্র নারীকে সিঙ্গার সেলাই শিক্ষিকাদের মাধ্যমে বিনামূল্যে টেইলরিং কোর্স প্রশিক্ষণ দেবে সিঙ্গার বাংলাদেশ। সম্মেলনে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ভাজিরা তেন্নাকুন এবং সেলস্ ডিরেক্টর মকবুলে হুদা চৌধুরীসহ প্রতিষ্ঠানটির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ। উল্লেখ্য, সেলাই প্রশিক্ষক সম্মেলনে সেরা সেলাই প্রশিক্ষকগণদের পুরস্কৃত করা হয়েছে। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্ষিক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ