Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘস্থায়ী কোভিডে অস্ট্রেলিয়ার বার্ষিক ক্ষতি ৩৬০ কোটি ডলার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

কোভিডে দীর্ঘস্থায়ী প্রভাবে অস্ট্রেলিয়ায় বার্ষিক ক্ষতির পরিমাণ ৩৬০ কোটি ডলার। দেশটির রাজস্ব বিভাগের দেয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অস্ট্রেলিয়ান ফাইন্যান্সিয়াল রিভিউ এ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়, দীর্ঘস্থায়ী কোভিডের কারণে গত জুন মাসে প্রায় ৩১ হাজার কর্মী অসুস্থ হয়ে পড়েছিল। থিঙ্ক ট্যাঙ্ক ইমপ্যাক্ট ইকোনমিক্স অ্যান্ড পলিসির বিশ্লেষণে দেখা গেছে, যার খরচ ছিল প্রতি সপ্তাহে ৬ কোটি ৮০ লাখ ডলার। যা বার্ষিক হিসেবে ৩৬০ কোটি ডলারের সমান। অস্ট্রেলিয়া দীর্ঘস্থায়ী কোভিডের বিষয়ে একটি সংসদীয় তদন্ত ঘোষণা করেছে। এর লক্ষ্য রোগটির সুস্পষ্ট একটি সংজ্ঞা তৈরি ও দেশের ২ কোটি ৬০ লাখ মানুষের উপর এ ভাইরাসের দীর্ঘস্থায়ী প্রভাবের মাত্রা পরিমাপ করা। দেশটির লেবার পার্টির আইনপ্রণেতা মাইক ফ্রিডল্যান্ডার এ তদন্ত পরিচালনা করবেন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, দীর্ঘস্থায়ী কোভিড আক্রান্ত ব্যক্তির সঠিক সংখ্যা খুঁজে বের করার চেষ্টা করবেন এবং তাদের পুনরুদ্ধারে চিকিৎসা সহায়তা দেবেন। হার্ভার্ড ইউনিভার্সিটির সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, কোভিড সংক্রমণ বিষণ্নতা, উদ্বেগ ও মানসিক চাপের দীর্ঘমেয়াদী লক্ষণগুলোর বিকাশ বাড়িয়ে তুলতে পারে। হার্ভার্ডের আরেকটি গবেষণায় দেখা গেছে, দীর্ঘস্থায়ী কোভিডের জন্য যুক্তরাষ্ট্রে খরচ হবে বার্ষিক ৩.৭ ট্রিলিয়ন ডলার। ফাইন্যান্সিয়াল রিভিউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দীর্ঘস্থায়ী কোভিডে অস্ট্রেলিয়ার বার্ষিক ক্ষতি ৩৬০ কোটি ডলার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ