Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন ও সড়ক অবরোধ

অবৈধ ইটভাটা বন্ধের দাবি

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেছেন। প্রায় পৌনে এক ঘন্টা সড়ক অবরোধের ফলে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সোমবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল হাট এলাকায় এ ঘটনা ঘটে। সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল পুর্বক মানববন্ধনে বক্তব্যে রাখেন, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাত্তার চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য নুর জাহান বেগম, জামাল হোসেন, প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, গোলাকান্দাইল মজিবুর রহমান ভুইয়া উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ নগড় মাদ্রাসাসহ ঘনবসতি এলাকায় কোন প্রকার অনুমতি ছাড়াই অবৈধ ভাবে ইটভাটা স্থাপন করতে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী আলম হোসেন ভুইয়া। এছাড়া গোলাকান্দাইল-বালিয়াপাড়া রাস্তাটি প্রশস্ত একেবারেই কম। এ রাস্তা দিয়ে ইটভাটা নির্মাণ সামগ্রী ট্রাকযোগে আনা-নেয়ার ফলে ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো এলাকায়। ছাত্র-ছাত্রীরা স্কুলে যাওয়া আসা করতে পারছেনা। ইটভাটা স্থাপন করা হলে এ এলাকায় কালো ধুয়ায় পরিবেশ হুমকির মুখে পড়বে। তাই এলাকাবাসী বার বার বাধা দিয়ে আসলেও আলম হোসেন ভুইয়া অবৈধ ভাবে ইটভাটা স্থাপন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অবিলম্বে ইটভাটা স্থাপন বন্ধের দাবি জানায় এলাকাবাসী। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বাইপাস সড়কে দফায় দফায় বিক্ষোভ মিছিল শুরু করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধরা এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৮ কিলোমিটার এলাকাজুরে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তির শিকার হন যাত্রীসাধারণ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রশাসনের মাধ্যমে ইটভাটা স্থাপন বন্ধ করে দেয়ার আশ^াস দিলে বিক্ষুব্ধরা সড়ক থেকে অবরোধ তুলে নেয়। পরে আস্তে আস্তে যানবাহন চলাচল স্বাভাবিক পর্যায়ে আসে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, অবৈধ ইটভাটা স্থাপনের বিষয়ে আমাদেরকে অবহিত করা হয়েছে। ইতিমধ্যে আলম হোসেন ভুইয়াকে ডেকে নোটিশের মাধ্যমে ইটভাটা স্থাপন বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এখন যদি প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় স্থাপন করতে যায়, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ