পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে : বন্দরে ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। প্রেমিকের স্বজনদের অপমান সইতে না পেরে শনিবার ভোরে প্রেমিকা শান্তা এবং গতকাল সকালে প্রেমিক জুটির পিয়ন সিয়াম আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বন্দরের ফরাজিকান্দা ও সোনাকান্দার বেপারীপাড়া এলাকায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত দুই পরিবারের পারিবারিক ও এলাকাবাসীর তথ্যমতে, বন্দর থানার ২০নং ওয়ার্ডস্থ সোনাকান্দা বেপারীপাড়া এলাকার আলম মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুল হক মিয়ার মেয়ে গার্মেন্টসকর্মী শান্তা ইসলামের সঙ্গে একই এলাকার দ্বীন ইসলাম মিয়ার ছেলে নাদিমের র্দীঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাদের প্রেমে সহযোগিতা করে ফরাজিকান্দা এলাকার সাইদুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া তাজুল ইসলামের ছেলে সিয়াম। প্রেমের স‚ত্র ধরে শুক্রবার রাতে প্রেমিক নাদিম শান্তার সঙ্গে দেখা করতে তাদের ভাড়াটিয়া বাড়িতে যায়। পরে নাদিম প্রেমিকা শান্তার সঙ্গে দেখা করে ওই রাতে চলে যায়। প্রেমিকা শান্তার বাড়িতে নাদিমের আগমনের স‚ত্র ধরে ওই রাতে নাদিমের মা রাবেয়া বেগম, মেয়ে সনিয়া আক্তার ও চাচা নয়ন ক্ষিপ্ত হয়ে প্রেমিকা শান্তাকে মারধর করে। এ ঘটনায় অপমানে শান্তা শনিবার ভোরে ভাড়াটিয়া বাড়ির রান্না ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের হলে প্রেমিক নাদিমসহ তার আত্মীয় স্বজনরা পিয়ন সিয়ামকে দোষারোপসহ মামলার ভয় দেখায়। এতে মনের ক্ষোভে গতকাল সকালে ভাড়াটিয়া ঘরের লোহার এঙ্গেলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে পিয়ন সিয়াম আত্মহত্যা করে।
এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক হামিদুল আত্মহত্যার ঘটনা সত্যতা স্বীকার করে জানান, প্রেম ঘটিত সম্পর্কের কারণে এবং প্রেমিকের মা ও বোনসহ তার চাচা ক্ষিপ্ত হয়ে শান্তা আক্তারকে মারধর করে। এতে অপমানে শনিবার ভোরে সে আত্মহত্যা করে। প্রেমিক নাদিম ও তার আত্মীয় স্বজনরা পিয়ন সিয়ামকে মামলার ভয় দেখালে সেও গতকাল সকালে ভাড়াটিয়া ঘরে লোহার এঙ্গেলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আমরা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে প্রেমিকা শান্তা ও পিয়ন সিয়ামের আত্মহত্যার ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।