Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্রেডিট কার্ড জটিলতায় মরিশাস প্রেসিডেন্টের পদত্যাগ

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন মরিশাসের প্রেসিডেন্ট আমিনা গুরিব-ফাকিম। সাংবিধানিক সঙ্কট এড়াতে প্রেসিডেন্ট আলঙ্কারিক এ পদটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে গত শনিবার তার আইনজীবী ইউসুফ মোহামেদ স্থানীয় রেডিও প্লাসকে জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। দেশ ভুক্তভোগী হোক, তা চান না তিনি; তাই দেশের স্বার্থেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, বলেন ইউসুফ। স্থানীয় এল এক্সপ্রেস পত্রিকায় আন্তর্জাতিক একটি বেসরকারি সংস্থার ক্রেডিট কার্ড ব্যবহার করে আমিনা ইতালি ও দুবাই থেকে গহনা ও পোশাক কিনেছেন, এমন সংবাদ প্রকাশের পর থেকে তার ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে। আর্থিক কেলেঙ্কারির ঘটনায় তিরস্কার জানিয়ে প্রধানমন্ত্রী প্রভিন্দ জুগনাথও প্রেসিডেন্টকে পদত্যাগের আহ্বান জানান। আমিনা এ আহ্বান প্রত্যাখ্যান করেন; কোনো ধরনের অন্যায় করার কথা অস্বীকার করে প্রেসিডেন্ট এ সংক্রান্ত প্রমাণ আদালতে উপস্থাপন করতে প্রস্তুত বলেও জানান। অব্যাহত চাপের মুখে গত শনিবার তার পদত্যাগের ঘোষণা আসে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রেডিট

৯ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ