Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রেডিট গ্যারান্টি সুবিধা বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন বিভাগ গঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

ক্রেডিট গ্যারান্টি সুবিধা আরও বাড়াতে ‘ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট’ নামে আলাদা বিভাগ চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। গত ৪ জুলাই এই বিভাগ গঠন করা হয়েছে বলে নতুন সার্কুলারে জানানো হয়।
সার্কুলারে বলা হয়েছে, ক্রেডিট গ্যারান্টি সুবিধা আরও স¤প্রসারিত ও কার্যকরভাবে পরিচালনা করার মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ক্রেডিট গ্যারান্টি স্কিম ইউনিটকে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে আলাদা করতে ‘ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট’ নামে নতুন ডিপার্টমেন্ট গঠন করা হয়েছে। ফলে বর্তমানে ক্রেডিট গ্যারান্টি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের মাধ্যমে সম্পাদিত হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ