Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

৯টির মধ্যে ৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী ২৭ জন

২৯ মার্চ কোটালীপাড়া পৌরসভা নির্বাচন

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা: আগামী ২৯ মার্চ গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে ৭টির মধ্যে ৮টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। প্রার্থীরা হলেন- ২নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা জাহিদুল ইসলাম, সাবেক কাউন্সিলর হুময়ুন কবির, মো: মিরাজ হোসেন ও বদিউজ্জামান বাবু এদের মধ্যে জাহিদুল ইসলাম সামাজিক ও রাজনৈতিকভাবে প্রচার প্রচারনায় এগিয়ে রয়েছেন, ওই ওয়ার্ডের ভোটার বলেছেন আমরা চলমান পরিস্থিতির পরিবর্তন চাই, এবং যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে চাই। ৪নং ওয়ার্ডে রতন কুমার আচর্য্য, ইমারন সিকদার, এস এম মিজানুর রহমান ও আরিফ শেখ প্রতিদ্ব›দ্বীতা করছেন, এদের মধ্যে মিজানুর রহমান মিঠু সামাজিক ও রাজনৈতিক ভাবে যোগ্যতার দিক থেকে প্রচার প্ররোচনায় বেস এগিয়ে রয়েছেন, ওয়ার্ডবাসী জানিয়েছেন আমরা বর্তমান পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন চাই, এবং যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে চাই। ৫নং ওয়ার্ডে কৃষ্ণ চন্দ্র দে, দুলাল চন্দ্র সাহা, আশরাফউজ্জামান ও জয়ন্ত ঘরামী প্রতিদ্ব›দ্বীতা করছেন, এদের মধ্যে সাবেক কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র দে ও দুলাল চন্দ্র সাহা দুজনেই বেশ ভালো অবস্থানে রয়েছেন। ৬নং ওয়ার্ডে চিনময় রত্ন, রফিকুল ইসলাম ও সঞ্জয় কুমার মজুমদার প্রতিদ্ব›দ্বীতা করছেন, এদের মধ্যে সঞ্জয় কুমার মজুমদার এগিয়ে রয়েছেন। ৭নং ওয়ার্ডে বিভূতি রত্ন, শহিদুল শরীফ, জয়নাল মিয়া, আলম সিকদার ও আক্তারুজ্জামান প্রতিদ্ব›দ্বীতা করছেন, এদের মধ্যে আক্তারুজ্জামান জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। ৮নং ওয়ার্ডে স্বপন কুমার বসু, ফিরোজ শেখ, আলম গাজী, সাইফুল গাজী, প্রতিদ্ব›দ্বীতা করছেন। ৯নং ওয়ার্ডে ওয়ালিউর রহমান, বাবুল মোল্লা ও কামাল দাড়িয়া প্রতিদ্ব›দ্বীতা করছেন, এদের মধ্যে কামাল দাড়িয়া রাজনৈতিক ভাবে ও যোগ্যতার দিক দিয়ে এগিয়ে রয়েছেন বলে ভোটাররা জানিয়েছেন, তারা বলেন- আমরা বর্তমান পরিস্থিতীর ইতিবাচক পরিবর্তন চাই এবং মেয়রের মত যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চাই। এদিকে ১নং ওয়ার্ডে দুই প্রতিদ্ব›দ্বী প্রার্থীর মধ্যে সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেনের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় নাসির উদ্দিন সরদার ও ৩নং ওয়ার্ডে কামাল হোসেন সরদার এর মনোনয়ন বাতিল হওয়ায় আল-আমিন সরদার বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন। প্রতিক বরাদ্দ পাওয়ার পরই , পোষ্টারের মাধ্যমে তারা তাদের পরিচিতি ও যোগ্যতা তুলে ধরে, ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রচার প্রচারনায় ব্যস্ত হয়ে পড়েছেন তারা। এবারের কাউন্সিলর নির্বাচনকে কম গুরুত্ব দিচ্ছেন না ভোটাররা, কারন তারা এটাকেও মেয়রের মত গুরুত্বপূর্ন মনে করে পৌরসভার কাঙ্খিত স্বপ্ন পূরনে সমস্ত ওয়ার্ডে পরিবর্তন চায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

১৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ