Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি-জামায়াত মরণ কামড় দিয়ে ঐক্যবদ্ধ শেখ সেলিম

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ৭১ এর যুদ্ধাপরাধী, ৭৫ এর খুনী, জঙ্গি ও সন্ত্রাসীদের নিয়ে বিএনপি-জামায়াত রাজনীতি করে। সন্ত্রাস ও জঙ্গিবাদ মানবতা, উন্নয়ন, গণতন্ত্র ও উন্নয়নের শত্রু । আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত মরণ কামড় দিয়ে ঐক্যবদ্ধ হয়েছে। তারা ক্ষমতায় যেতে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু করেছে। ইতিমধ্যে তারা অপপ্রচারে নেমেছে। এদের প্রতিহত করতে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যদ্ধ হতে হবে। দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে, ভবিষ্যতে যাতে স্বাধীনতা বিরোধীরা রাজনীতি করতে না পারে। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে হবে। বিপক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করতে হবে। গতকাল শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চৌধূরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রভোষ্ট প্রফেসর ড. অসীম কুমার সরকার, গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, স্কুলের প্রাক্তন ছাত্র স্বারাষ্ট মন্ত্রনালয়ে উপসচিব দিপংকর বিশ্বাস, হবিগঞ্জের সাবেক জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস, সাহাপুর ইউপির চেয়ারম্যান সুবোধ কুমার হীরা, সাবেক চেয়ারম্যান বিনয় সরকার আনাদী, স্কুলের প্রধান শিক্ষক নীহার কান্তি বাছাড় সহ আরো অনেকে বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ