Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

হাফেজ মোজাম্মেল হত্যার প্রকৃত খুনিদের গ্রেফতার দাবি

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার:
সিলেটের ঐতিহ্যবাহী হরিপুর মাদরাসার ছাত্র হাফেজ মোজাম্মেল হত্যার প্রকৃত খুনীরা গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ক্বওমী মাদরাসা সংগঠন কুমিল্লা জেলার সভাপতি আল্লামা নুরুল হক। গতকাল শুক্রবার সকালে কুমিল্লা নগরীর মনোহরপুরে জামেয়া আরাবিয়া কাসেমুল উলুম মাদরাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। এদিকে গত মঙ্গলবার ওই মাদরাসায় অনুষ্ঠিত সংগঠনের মজলিসে উমুমী সভায় হাফেজ মোজাম্মেলের খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানানো হয়। সভায় হাফেজ মোজাম্মেলের প্রকৃত খুনীদের বাদ দিয়ে এলাকার নিরীহ নির্দোষ আলেম ওলামায়েদের মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। ওই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি আল্লামা নুরুল হক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেশের শীর্ষ পর্যায়ের আলেম আল্লামা আশরাফ আলী, কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম আল্লামা আবদুর রাজ্জাক, বরুড়া মাদরাসার মুহতামিম মাওলানা নোমান, মুহাদ্দিস মাওলানা আবদুল কুদ্দুস, রানীরবাজার মাদরাসার মুহাদ্দিস মুফতি সুলতান আহমেদ। বক্তারা হাফেজ মোজাম্মেলেরর প্রকৃত খুনীদের খুঁজে বের করার জন্য আইন শৃংখলা বাহিনীর প্রতি আহŸান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ