পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কুষ্টিয়া শহরের কলকাকলীতে মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে প্রকাশ্যে আবির হোসেন (১৪) নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করার ঘটনায় জড়িত অভিযোগে তিন যুবককে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার র্যাব-৭ চট্টগ্রামের একটি বিশেষ টিম নগরীর এমএ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে তাদের গ্রেফতার করে। পরে তাদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। তারা হলেন- সিএসবি কিশোর গ্যাং লিডার সংগ্রাম হোসেন, তামিম শাহরিয়ার ও নাফিস ফুয়াদ। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, তিনজনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামি গ্রেফতারের বিষয়টি কুষ্টিয়া মডেল থানা পুলিশকে জানানো হয়েছে। তারা তিন আসামিকে ওই মামলায় গ্রেফতারের আবেদন পাঠাচ্ছে আদালতে। হামলায় আহত আবির কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে কুষ্টিয়ার মজমপুর ঝাউতলা এলাকার মোহাম্মদ শাহজাদা ওরফে গয়ার ছেলে। ১৩ জুন বিদ্যালয়ের একটি ভবনে শ্রেণিকক্ষের সামনে ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে। এরপর গ্রেফতার এড়াতে ওই তিনজন চট্টগ্রাম চলে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।