Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মশারি টাঙিয়ে গবাদিপশুর পরিচর্যা

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) থেকে মো. গোলাম ফারুক :
দুপচাঁচিয়া উপজেলায় চলতি মৌসুমে মশা-মাছির উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়েছে। অব্যাহতভাবে মশা-মাছি বৃদ্ধি পাওয়ায় এলাকার কৃষকসহ গবাদিপশু পালনকারী ব্যক্তিরা প্রায় ২৪ ঘণ্টাই মশারি টাঙিয়ে গবাদিপশুর পরিচর্যা করছেন।
দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর, চামরুল, গুনাহার, গোবিন্দপুর, তালোড়া ও দুপচাঁচিয়া সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সরেজমিন ঘুরে দেখা গেছে, গ্রামগুলোতে মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। মশার উপদ্রব থেকে রক্ষার জন্য কৃষকরা গবাদিপশুকে মশারি টাঙিয়ে পরিচর্যা করছেন। উপজেলা সদরের খোলাশ গ্রামের কৃষক হেলাল উদ্দিন, বোরাইয়ের বাদলু ফকির, পাইকপাড়ার ফেরদৌস বিশ্বাস দৈনিক ইনকিলাবকে জানান, তারা শুধু রাতে ঘুমানোর জন্য মশারি ব্যবহার করলেও গবাদিপশুকে ২৪ ঘণ্টাই মশারি টাঙিয়ে রেখে মশার হাত থেকে রক্ষা করছেন। এতে যেমন গরু-বাছুর সুস্থ থাকে এবং তাদের বিরক্তিভাব নিবৃত হয়। এ ছাড়া কোনো রোগব্যাধি গরুকে আক্রমণ করতে পারে না। এতে দুধও বেশি হয়। শরীরে শক্তি ও অন্যান্য গরুর চেয়ে ভালো থাকে। তাই গবাদিপশু পালনকারী সবাই এ পদ্ধতি ব্যবহার করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিচর্যা

১২ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ