Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কট্টর ডানপন্থীদের সমর্থন কমাতে চান মারকেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

কট্টর ডানপন্থিদের সমর্থন কমাতে চান মারকেল। চতুর্থবার চ্যান্সেলরের দায়িত্ব নেবার পর জার্মান সরকার প্রধান আঙ্গেলা মারকেল প্রথম সাক্ষাৎকারেই তাঁর এই মিশনের ঘোষণা দেন। জাতীয় নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই এবার জার্মানির কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড বা এএফডি ১২ দশমিক ৬ শতাংশ ভোট পায়, যা তৃতীয় সর্বোচ্চ। অন্যদিকে, আঙ্গেলা মারকেলের সিডিইউ ও জোটভুক্ত মধ্য-বামপন্থি দল এসপিডি বেশ জনসমর্থন হারিয়েছে। এএফডি বরাবরই মারকেলের কড়া সমালোচক। অনেক আগে থেকেই তারা তাকে চ্যান্সেলরের পদ থেকে হটানোর দাবি করে আসছে। চতুর্থবার দায়িত্ব নিয়ে তাঁদের সেই কড়া সমালোচনার জবাব দিলেন অ্যাঙ্গেলা। খবরে বলা হয়, নির্বাচনের পর প্রায় ছয় মাস ধরে জোট সরকার গঠনের সংগ্রাম করে মারকেল চতুর্থ এবং সম্ভবত শেষ মেয়াদের জন্য ইউরোপের বৃহত্তম অর্থনীতিটির চ্যান্সেলর হিসেবে শপথ গ্রহণ করলেন। ফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় মারকেল বলেছেন, আমি ভোটের ফল গ্রহণ করলাম। পরে তিনি নিয়োগপত্র গ্রহণের জন্য প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টারের দপ্তরে যান। সেখান থেকে তিনি বান্ডেস্টাগে ফিরে আসেন। বার্লিনের কাচঘেরা রাইখসটাগে আইনপ্রণেতাদের ৩৬৪-৩১৫ ভোটে জয়লাভ করেন মারকেল। নয়জন ভোট প্রদানের সময় অনুপস্থিত ছিলেন। এরপর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগে তাকে শপথ পাঠ করান প্রেসিডেন্ট ফ্রাংক-ওয়াল্টার স্টাইনমেয়ার। গোপন ভোট পর্যালোচনায় দেখা যায়, তার নতুন ডান-বাম জোটের ৩৫ জন আইনপ্রণেতা মেরকেলের বিপক্ষে ভোট দিয়েছেন। ডয়চে ভেলে, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ