মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সুইডেন ও রাশিয়ার একাধিক শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানান, যুক্তরাষ্ট্র মনে করে নিষিদ্ধ উগ্রবাদী সুইডিশ ব্যক্তি যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। তিনি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনকে সক্রিয়ভাবে সমর্থন করেন। জানা গেছে, নিষিদ্ধ সুইডিশ ব্যক্তির নাম আন্তন থুলিন। তিনি প্রশিক্ষণ নিতে রাশিয়ান ইম্পেরিয়াল মুভমেন্টের সঙ্গে সেন্ট পিটার্সবার্গে গিয়েছিলেন। এর আগে সুইডেনে এক শরণার্থী আশ্রয়কেন্দ্রের কাছে বোমা রাখার দায়ে ২০১৭ সালে তাকে এক বছর ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সাজা ভোগের পর তিনি অবৈধ অস্ত্র সংগ্রহ ও প্রশিক্ষণের জন্য ভিন্ন একটি চরমপন্থী গোষ্ঠীর সঙ্গে যোগ দিতে পোল্যান্ডে যান। সেখানেও তাকে পোলিশ সিকিউরিটি সার্ভিস গ্রেপ্তার করে পরে সুইডেনে পাঠিয়ে দেয়। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।