পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিস্ময়কর বিজয়ে ইউরোপের বেশ কিছু জনপ্রিয় ও বিতর্কিত ডানপন্থী রাজনৈতিক নেতাদেরকে উল্লসিত করেছে। খবর লন্ডনের দি ইন্ডিপেন্ডেন্ট।
রিপাবলিকানরা হোয়াইট হাউজে পৌঁছার জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার কাছাকাছি পৌঁছার পর ফ্রান্সের চরম ডানপন্থ’ী ফ্রন্ট ন্যাশনাল পার্টির নেত্রী মেরিন লা পেন টুইটে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার জনগণকে তার অভিনন্দন জানান। ডাচ ফ্রিডম পার্টির নেতা গীর্ট ওয়াইলডারস লিখেন, মানুষ তাদের দেশকে অতীতে ফিরিয়ে নিচ্ছে (যুক্তরাষ্ট্রে) এবং আমরাও তাই করব।
ট্রাম্পের বিজয়ের পর বর্ণবাদবিরোধী চ্যারিটি হোপ নট হেট ব্রিটেনকে হুঁশিয়ার করে দেয় যে, ডান গ্রুপগুলো তাদের চিন্তাধারা রাজনৈতিক মূলধারায় গৃহীত হওয়ায় শক্তিশালী ও অধিক আগ্রাসী হয়ে উঠছে। ইউরোপীয় নেতারা বলেন, বুধবারের ফলাফল ইউরোপ মহাদেশের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন এপ্রিল-মে ২০১৭
যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউজে ট্রাম্পের প্রবেশ নিশ্চিত হওয়ার পর ফরাসী জনমত জরিপকারীরা বলছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে বিস্ময়কর ফলাফলের বিষয়টি অস্বীকার করা যায় না।
বর্তমান প্রেসিডেন্ট ওঁলাদে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না তা নিশ্চিত করেননি। দেশের ইতিহাসে তিনি অত্যন্ত অজনপ্রিয় প্রেসিডেন্ট। জনমত জরিপে দেখা যায়, আর কোনো বামপন্থী নেতারও তেমন সম্ভাবনা নেই। সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিও ব্যাপক অজনপ্রিয়।
নিজেকে ম্যাডাম ফ্রেক্সিট বলে আখ্যায়িতকারী চরম ডানপন্থী মিজ লা পেন নির্বাচনের প্রথম পর্যায়ে শীর্ষ দু’প্রার্থীর একজন, তবে দ্বিতীয় রাউন্ডে তিনি পরাজিত হবেন বলে বলা হয়েছে। তবে তা সত্ত্বেও বিশ্লেষকরা বলছেন, মিজ লা পেন ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করতে পারেন। সাবেক প্রধানমন্ত্রী জাঁ-পিয়েরে রাফারিন বলেন, ফ্রান্সে আমাদের জন্য প্রধান শিক্ষা হচ্ছে যে, মেরিন লা পেন বিজয়ী হতে পারেন।
অস্ট্রিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ডিসেম্বর ২০১৬
ক্রমবর্ধমান বেকারত্বের ভীতি ও অভিবাসন এবং প্রচলিত রাজনীতির প্রতি ক্রোধ অস্ট্রিয়ায় চরম ডানপন্থী ফ্রিডম পার্টির প্রতি সমর্থন বৃদ্ধি করেছে। তাদের প্রেসিডেন্ট প্রার্থী নরবার্ট হফার মে মাসে এক নির্বাচনে অল্পের জন্য হেরে যান।
ডাকযোগে ভোটের আইন লঙ্ঘিত হওয়ার কারণে পরে এ ফলাফল বাতিল হয় এবং পুননির্বাচনের আদেশ দেয়া হয়েছে। এখন হফারের সামনে ১৯৪৫ সালের পর পশ্চিম ইউরোপে প্রথম সুষ্ঠুভাবে চরম-ডানপন্থী রাষ্ট্রপ্রধান নির্বাচিত হওয়ার দ্বিতীয় সুযোগ এসেছে।
অস্ট্রিয়ার জনমত জরিপে হফারের পক্ষে সামান্য বেশি সমর্থন দেখা গেলেও জরিপে ভুলের দিক রয়েছে।
তার বিরোধী সাবেক গ্রীনস নেতা আলেকজান্ডার ভ্যান ডার বেলেন এক সাংবাদিক সম্মেলনে বলেন, আমিনিকার নির্বাচন ইউরোপের জন্য প্রস্তুতির আহ্বান এবং অস্ট্রিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রভাব কম নয়।
জার্মানিতে আঞ্চলিক নির্বাচন মে ২০১৭ : পার্লামেন্টারি নির্বাচন সেপ্টেম্বর ২০১৭
সেপ্টেম্বরে জার্মানির স্থানীয় নির্বাচনে ডানপন্থী প্রকাশ্যে মুসলিমবিরোধী অল্টারনেটিভ ফর জার্মানি পার্টি (এএফডি) তাৎপর্যপূর্ণ সাফল্য লাভ করে। পক্ষান্তরে অ্যাঞ্জেলা মার্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক পার্টি (সিডিইউ) এ যাবতকালের সবচেয়ে খারাপ ফল করে।
এএফডি ১৪.২ শতাংশ ভোট পেয়ে বার্লিন স্টেট পার্লামেন্টে তার প্রথম আসন লাভ করে। দুই জার্মানি এক হওয়ার পর চরম ডানপন্থী পার্টির এটাই প্রথম সাফল্য। সিডিইউ ১৭.৬ শতাংশ ভোট পায় যা মার্কেলের জন্য ছিল এক বড় ধাক্কা । একই সাথে ২০১৭ সালের অক্টোবরে জাতীয় নির্বাচনে দলটি কেমন করবে তার আভাস এতে মেলে।
মার্কেলের উদার অভিবাসন নীতির প্রতি নেতিবাচক মনোভাবের ফলে তার জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। তিনি চতুর্থ মেয়াদে নির্বাচন করবেন কিনা সে ঘোষণা এখনো দেননি। আঞ্চলিক নির্বাচনে সিডিইউর সাফল্য জাতীয় নির্বাচনে দলটি কেমন করবে তা নির্ধারণে সহায়ক হতে পারে।
ইটালিতে ২০১৬ সালের ডিসেম্বরে গণভোট
সংসদের উচ্চকক্ষের সরকারের পতন ঘটানোর ক্ষমতা বাতিল করার জন্য প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি যে পরিকল্পনা করেছেন, আগামী মাসে সে ব্যাপারে গণভোট অনুষ্ঠিত হবে। এ বছরের গোড়ার দিকে ইউরোমিডিয়া জনমত জরিপে দেখা যায়, ৩৫ শতাংশ ইটালিয়ান তার পরিকল্পনার বিরোধী এবং ২৯ শতাংশ তা সমর্থন করেন।
গণভোটে পরাজিত হলে রেনজি পদত্যাগের অঙ্গীকার করেছেন। তা যদি তিনি করেন, তাহলে ট্রাম্পের বিজয়ের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানবিরোধী ফাইভ স্টার মুভমেন্ট তার ভাগ্য হিলারির মতো হবে বলে তুলনা করেছে।
ফাইভ স্টার মুভমেন্ট ২০১৪-এর ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ১৭টি আসন ও ২১.২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে চলে আসে। পরবর্তী সাধারণ নির্বাচন ২০১৮ সালে। সাম্প্রতিক জনমত জরিপে ইউরোপপন্থী ও ইউরোপবিরোধী দলগুলোর মধ্যে কঠিন লড়াইয়ের কথা বলা হয়েছে।
হল্যান্ডে সাধারণ নির্বাচন মার্চ ২০১৭
এ নির্বাচন নির্ধারণ করবে যে গীর্ট ওাইলডারসনেতা, ইউরোবিরোধী নেতা ও অভিবাসনবিরোধী ডাচ ফ্রিডম পার্টি (পিভিভি) একটি সরকার গঠনের সুযোগ পান কিনা। ওয়াইলডারস কথিত নেদারল্যান্ডের ইসলামীকরণে বিরোধী আন্দোলনেরর জন্য পরিচিত। পিভিভি নির্বাচনের আগে জনমত জরিপে ভালো করে চলেছে। দলটি প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন পিপলস পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্র্যাসির পরেই রয়েছে।
চেক প্রজাতন্ত্রে সাধারণ নির্বাচন অক্টোবর ২০১৭
গত মাসে অনুষ্ঠিত আঞ্চলিক নির্বাচনে খারাপ ফলাফলের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বহুসøাভ সোবোতকা তার মন্ত্রীসভার দু’জন মন্ত্রীকে অপসারণ করেছেন। তার মধ্য বাম সোস্যাল ডেমোক্র্যাটস দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে আছে তাদের জোটের অংশীদার এএনও।
আঞ্চলিক নির্বাচনের পর তিনটি জনমত জরিপে তার ইউরোপপন্থী দল জোট সঙ্গী এএনও-র চেয়ে ১৫ শতাংশ পয়েন্টে পিছিয়ে আছে।
যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচন মে ২০১৭
ট্রাম্পের বিজয় ও ব্রেক্সিটের মধ্যে তুলনা করা হচ্ছে, রিপাবলিকানরা নিজে থেকে বলছে যে, এ বিজয় হবে ব্রেক্সিট প্লাস, প্লাস, প্লাস।
ইইউ থেকে দেশটির পৃথক হওয়ার পরিবেশে মে মাসের ভোট হবে প্রধানমন্ত্রী থেরেসা মে এবং তার ‘ব্রেক্সিট মানে ব্রেক্সিট’ অবস্থানের প্রথম গুরুত্বপূর্ণ নির্বাচনী পরীক্ষা।
হাঙ্গেরিতে ২০১৮-র বসন্তে পার্লামেন্টারি নির্বাচন
হাঙ্গেরির নেতা ভিক্টর ওরবান তার ইউরোপবিরোধী জাতীয়তাবাদের জন্য পরিচিত। অক্টোবরে বাধ্যতামূলক অভিবাসী কোটা বিষয়ে তিনি গণভোটের আয়োজন করেন ও মানুষ তাতে স্বল্প পরিমাণে অংশগ্রহণ করায় ব্যর্থ হন।
ফিন্যান্সিয়াল টাইমস জানায়, যারা গণভোেট অংশ নেন তাদের ৯৮ শতাংশ সরকারের ইইউ পরিকল্পনা প্রত্যাখ্যানের আহ্বানে সাড়া দেন। সরকারপন্থী এক থিঙ্কটেঙ্ক সাজাজাদভেগের সাম্প্রতিক জনমত জরিপে দেখা যায়, ক্ষমতাসীন ফিদেজ পার্টির প্রতি সমর্থন এ মাসে বেড়ে ৪৮ শতাংশ দাঁড়িয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।