Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ছিনতাইকারী চক্রের চার সদস্যকে পাকড়াও করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্রসহ এক ব্যবসায়ীর ছিনতাইকৃত তিন লাখ টাকা ও বেশ কয়েকটি মোবাইল। এই চক্রটি গত কয়েক দিনে নগরীতে অন্তত ২৫টি ছিনতাই করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। গতকাল (বৃহস্পতিবার) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো মোঃ মাকসুদুর রহমান টিপু (৩০), মোঃ ওয়াহিদুল ইসলাম (২৮), মোঃ জয়নাল (২৮) ও মোঃ ইকবাল হোসেন (২৪)। ডিবির এডিসি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, বুধবার বিকেলে ডিবির একটি টিম নগরীর লাভলেইন এলাকায় টহলকালে এক ব্যবসায়ীকে ছিনতাইকারীদের পিছু ধাওয়া করতে দেখা যায়। এসময় ডিবির টিম মাইক্রোযোগে অটোরিকশা আরোহী ছিনতাইকারীদের ধাওয়া করে। একপর্যায়ে সিআরবি রেলওয়ে হাসপাতালের সামনের রাস্তার অটোরিকশা আটক করা হয়। পাকড়াও করা হয় চালকসহ চারজনকে। পরে তাদের কাছ থেকে একটি বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ, ২টি চাপাতি, একটি ফোল্ডিং চাকু, নগদ তিন লাখ টাকা ও অটোরিকশাটি উদ্ধার করা হয়। শহীদুল্লাহ বলেন, আটক ছিনতাইকারীরা সংঘবদ্ধ চক্রের সদস্য। একই চক্রটি কাজির দেউড়ি থেকে আনুমানিক এক কিলোমিটার দূরে লাভলেইন এলাকায় এক টাইলস ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনতাই করে নেয়। তাদের সাথে নিয়ে রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। তবে এই চক্রের বাকি সদস্যদের কাউকে পাওয়া যায়নি। উল্লেখ্য, নগরীতে র‌্যাব-পুলিশের অভিযানের মধ্যেও নিয়মিত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আর ছিনতাই হলেও পুলিশ এসব ঘটনায় মামলা নেয় না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ