পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কারাগারে ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনের মৃত্যুর প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে- ১৬ মার্চ শুক্রবার ঢাকাসহ সারা দেশে বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া মাহফিল এবং ১৮ মার্চ সারা দেশে নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় দলের নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সব কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, ‘পুলিশি রিমান্ডের নামে নির্যাতনে ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনের মৃত্যুর পর আমরা এখন রিমান্ডের কথা শুনলে আতঙ্কিত হয়ে পড়ি। আজও স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবিকে আদালতে নিয়ে রিমান্ডে আবেদন করা হবে। এ ছাড়া ছাত্রদল সভাপতি রাজিব আহসান, মিজানুর রহমান রাজসহ তরুণ নেতাদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে রিমান্ডে নিচ্ছে। আমরা রিমান্ডের নামে পুলিশি নির্যাতনের নিন্দা জানাচ্ছি।’
সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নিজেদের প্রত্যাশা পূরণ না হওয়ায় খাপছাড়া কথা বলছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তারা মনে করেছিলো খালেদা জিয়া কারাগারে গেলে বিএনপি সংঘাতে যাবে। তখন আওয়ামী লীগ নিজেরা জ্বালাও পোড়াও করে বিএনপির ওপর দমন নিপীড়ন চালাবে।
বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর পরও বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ায় ঠিক থাকতে পারছেন না ওবায়দুল কাদের। কারণ তার দায়িত্ব ছিলো বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মী দিয়ে জ্বালাও পোড়াও করে বিএনপি নেতাদের গ্রেপ্তার নির্যাতন করবে। কিন্তু সেটি না হওয়ায় এখন তার মন্ত্রিত্ব ও সাধারণ সম্পাদক পদ থাকবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।
প্রধানমন্ত্রীর সমালোচনা করে রিজভী বলেন, শেখ হাসিনা জনশূন্য একটা দেশ চান। যেখানে তার পরিবার ছাড়া কেউ থাকবে না। কারণ তিনি জনগণের ক্ষমতায়ন ও মত প্রকাশে বিশ্বাস করেন না।
আওয়ামী লীগের উদ্দেশ্যে রিজভী বলেন, যুগে যুগে অত্যাচারী নাৎসি ও হিটলারদের পতন হলে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। আপনাদেরও পতন অনিবার্য। তখন আপনাদেরও খুঁজে পাওয়া যাবে না। তাই সময় থাকতে শান্তির পথে আসেন।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমদ, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।