Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বাংলাদেশের অনুশীলনে ম্যারাডোনা!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

‘এখনো বিশ্বাস করতে পারছি না আমি ম্যারাডোনার সঙ্গে দেখা করেছি এবং তার সঙ্গে কথা বলেছি। আর তার সঙ্গে ছবি তুলেছি।’ ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে একটি ছবি পোস্ট করে এভাবেই ক্যাপশন দিয়েছেন বিকেএসপির ফুটবলার মোহাম্মদ জুয়েল। ক’দিন আগে শেষ হওয়া স্বাধীনতা কাপ ফুটবলের আরামবাগের হয়ে খেলে যিনি হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। জুয়েলের মতো অবিশ্বাস, বিস্ময় বা মুগ্ধতা বাংলাদেশ ইউনাইটেড ফুটবল দলের সবার মাঝেই। এ যে কল্পনারও অতীত! স্পেশাল অলিম্পিকের বাছাইপর্ব খেলতে বাংলাদেশের এই ফুটবল দলটি এখন দুবাইয়ে আছে। গতকাল থেকে আবুধাবিতে শুরু হয়েছে স্পেশাল অলিম্পিক ফুটবল। চলবে ২২ মার্চ পর্যন্ত। আগামীকাল বাংলাদেশের ম্যাচ। তার আগে অনুশীলনে এমন কান্ড! দুবাইয়ে ফুজাইরা ক্লাব মাঠে অনুশীলন ছিল বাংলাদেশ দলের। আর সেই প্র্যাকটিসের সময়েই কিনা অনুশলীনে হাজির আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর। ২০১৭ সাল থেকে ফুজাইরা ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ম্যারাডোনা। কর্মসূত্রে তাই আছেন সেখানেই। বাংলাদেশ দলটির তাই ম্যারাডোনার সঙ্গে দেখা হওয়া অস্বাভাবিক ছিল না। তবে সেই মুগ্ধতা যেন কাটিয়ে উঠতে পারছিলেন না জুয়েলরা। মোট ১৫ জনের দলে আটজন প্রতিবন্ধীর সঙ্গে সাতজন স্বাভাবিক ফুটবলার থাকেন। একাদশে খেলতে পারেন ছয়জন প্রতিবন্ধীর সঙ্গে পাঁচজন স্বাভাবিক খেলোয়াড়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ