Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ত্রিদেশীয় বৈঠকে নিরস্ত্রীকরণ বিষয়ে অগ্রগতি ঘটবে : শি

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরীয় নেতা কিম জং-উন এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার তথা ত্রিদেশীয় নেতাদের মধ্যে ‘বিঘ্নহীন’ আলোচনা প্রত্যাশা করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ আলোচনা থেকে পিয়ংইয়ংয়ের পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে অগ্রগতি ঘটবে বলে আশা করছেন তিনি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চুং ইউই-ইয়ংয়ের সঙ্গে আলাপকালে ত্রিদেশীয় নেতাদের বৈঠক নিয়ে কথা বলেন শি জিনপিং। কিম জং-উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠক প্রসঙ্গে চীনা নেতাদের অবহিত করতে এ মুহূর্তে বেইজিংয়ে রয়েছেন চুং ইউই-ইয়ং। আগামী মাসের শেষ দিকে দুই দেশের অসামরিক এলাকায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা-ইনের সঙ্গে সাক্ষাৎ করতে সম্মত হয়েছেন কিম জং-উন। মে মাসের শেষ নাগাদ সাক্ষাৎ করবেন ট্রাম্প ও কিম। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সংক্ষিপ্ত নাম উল্লেখ করে শি জিনপিং বলেন, আমরা ডিপিআরকে ও আরওকে এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বিঘ্নহীন বৈঠকের প্রত্যাশা করছি। এ বৈঠকগুলোর ফলে কোরীয় উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকের দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। শি বলেন, উত্তেজনা প্রশমিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে উপদ্বীপটির সামনে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৈঠক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ