Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারচুপি ও অনিয়মের অভিযোগে জাতীয় পার্টির নির্বাচন প্রত্যাখান : পুনঃ নির্বাচন দাবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপ-নির্বাচন বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর শূন্য আসনে গতকাল মঙ্গলবার উপ-নিবার্চনে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে। তবে জাতীয় পার্টির প্রার্থী রেজওয়ান আহমেদ বিকেলে পৌনে ৪টার দিকে সাংবাদিক সম্মেলন করে নির্বাচনে সরকারী দলের সমর্থকদের ব্যাপক ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখান করেন এবং এ আসনে পুুনঃ নির্বাচনের দাবি জানান। তিনি উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে পুলিশ নিজেরাই নৌকা প্রতীকে সিল মারছে বলে অভিযোগ করেছেন। দুপুর ১টার দিকে উপজেলার নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। এসময় ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও কর্তব্যরত পুলিশ সদস্যদের সাথে কথা কাটাকাটি হয় জাপা প্রার্থীর। রেজওয়ান আহমেদ বলেন, পুলিশ ও আওয়ামী লীগের ক্যাডাররা কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে নৌকায় সিল মারছে। আমি ডিআইজি ও রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন, চাতালপাড় ইউনিয়নের ১০টি কেন্দ্র ও গোয়ালনগর ইউনিয়নের ৪টি কেন্দ্র থেকে লাঙ্গল প্রতীকের এজেন্টদের বের করে দিয়ে পুলিশ নিজেরাই সিল মারছে নৌকায়। লাঙ্গলের বিজয় নিশ্চিত জেনে তারা এ কুকর্ম করছে। তবে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বলেন, জাপা প্রার্থীর অভিযোগ সঠিক নয়। আমি নিজে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি। তিনি কেন এমন অভিযোগ করছেন সেটি বুঝতে পারছি না। এদিকে সকাল ১০টার দিকে কুলিকুন্ডা ভোট কেন্দ্রে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় জাতীয় পার্টির ১০জন সমর্থক আহত হয়। আহতদের মধ্যে গুরুতর আহত মোমিন ভূইয়া (৩০) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এর আগে সকাল ৮টা থেকে ৭৪টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। তবে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি খুবই কম। জাল ভোট দেয়ার অভিযোগে চাপরতলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো শাওন ও আমির উদ্দিন। পুলিশ জানিয়েছে, জাল ভোট দেয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনিয়ম

২৩ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ