মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আন্তর্জাতিক মহলে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম নেওয়ার জন্য রাশিয়ার সঙ্গে চীনের প্রায় সাত বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে বলে জানা গেছে। রাশিয়ার এক সংবাদ চ্যানেলে দেশটির পক্ষ থেকে ভ্লাদিমির কোজিন এই তথ্য প্রকাশ করেন। তার মতে, চীনের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের সম্পর্ক। তবে এর পাশাপাশি আরও বড় ধরনের সামরিক চুক্তির কথাও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, চীনে বেশি সংখ্যক এয়ারক্র্যাফ্ট সরবরাহ যে অব্যাহত থাকবে, সে প্রসঙ্গেও জানান কোজিন। আরটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।