Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাটু‌রিয়ায় মা‌হিন্দ্র চাপায় মোটরসাই‌কেল আরোহী স্কুল ছাত্র নিহত

সাটু‌রিয়া (মা‌নিকগঞ্জ) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৮, ২:৩২ পিএম

মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলায় মা‌টিবাহী মা‌হিন্দ্র গা‌ড়ির চাপায় এক স্কুল ছাত্র নিহত হ‌য়ে‌ছে।
এ ঘটনায় আহত হ‌য়ে‌ছে আরো ২ মোটরসাই‌কেল আরোহী।
‌নিহত স্কুল ছাত্র ওবায়দূল্ল্যা (১৫), সে সাটু‌রিয়া উপ‌জেলার সদর ইউনিয়‌নের ধূল্ল্যা রায়পাড়া গ্রা‌মের শাজাহা‌নের পুত্র। সে ধূল্ল্যা উচ্চ বিদ্যালয় থে‌কে এবার (৮ম শ্রেণীর)।
১৩ মার্চ মঙ্গলবার দুপু‌রে সাটু‌রিয়া বা‌লিয়া‌টি সড়‌কের উত্তর কাওন্নারা এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।
দুর্ঘটনার পর সাটু‌রিয়া বা‌লিয়া‌টি সড়‌কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থা‌কে।
জানা গে‌ছে, মঙ্গলবার দুপু‌রের দি‌কে ওবায়দূল্ল্যা মোটরসাইকেলে ক‌রে তার দুই বন্ধু‌কে নি‌য়ে সাটু‌রিয়া বাজার থে‌কে বা‌লিয়া‌টির দি‌কে ঘুর‌তে যাওয়ার প‌থে সাটু‌রিয়া বা‌লিয়া‌টি সড়‌কের উত্তর কাওন্নারা এলাকায় মা‌টিবাহী এক‌টি মা‌হিন্দ্র গা‌ড়ির চাপায় ঘটনাস্থ‌লেই ওবায়দূল্ল্যা নিহত ও অপর দুই মোটর সাই‌কেল ‌আরোহী আহত হয়। তা‌দের‌কে সাটু‌রিয়া হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।
দুর্ঘটনার পর মা‌হিন্দ্রর চালক পা‌লিয়ে গে‌ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ