Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানদের বিপক্ষে বড় জয় চায় বাংলাদেশ

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এশিয়ান গেমস হকির বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে বড় জয় চায় বাংলাদেশ জাতীয় দল। ওমানের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্স মাঠে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় শুরু হবে ‘এ’ পুলের বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি। এশিয়ান গেমস হকির বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই ওমান গেছে জিমি বাহিনী। ইতোমধ্যে গ্রæপের দু’ম্যাচে বড় জয় পেয়ে কাঙ্খিত লক্ষ্যের দিকে এগিয়ে গেছে লাল-সবুজরা। এর আগে প্রস্তুতি ম্যাচে কাজাখস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে আসরে দুর্দান্ত শুরুর আভাস দেয় কোচ মাহবুব হারুনের শিষ্যরা।
পরে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৫-০ এবং দ্বিতীয় ম্যাচে পিছিয়ে থেকেও হংকংকে ৫-১ গোলে হারায় বাংলাদেশ।
আট দলের এই বাছাই পর্বে শিরোপা জয়ের স্বপ্ন বাংলাদেশ হকি দলের। বাছাইপর্ব থেকে সেরা পাঁচ দল আগামী আগস্টে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। এরমধ্যে টানা দুই ম্যাচ জিতে প্রথম ধাপ অতিক্রম করেছে লাল-সবুজরা। আফগানিস্তান ম্যাচের আগে বাংলাদেশের কোচ মাহবুব হারুন বলেন, ‘আমার লক্ষ্য শিরোপা। ধীরে ধীরে সেই লক্ষ্যের দিকেই এগুচ্ছি আমরা।’ হংকয়ের বিপক্ষে ১৯ গোল হজম করেছে আফগানিস্তান। থাইল্যান্ড দিয়েছে ২৩ গোল। দু’ম্যাচে ৪২ গোল হজম করা র‌্যাংকিংহীন আফগানিস্তান সম্পর্কে বাংলাদেশ কোচ আরও বলেন, ‘ওরা হলো এই টুর্নামেন্টের সবচেয়ে দূর্বল দল। আমার মনে হয় কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই তারা এই টুর্নামেন্ট খেলতে এসেছে। হংকং-থাইল্যান্ড এরইমধ্যে তাদের গোল বণ্যায় ভাসিয়েছে। আমাদেরও লক্ষ্য বড় ব্যবধানে ম্যাচ জেতা।’ তবে দূর্বল প্রতিপক্ষের বিপক্ষে একটা ভয় থাকে। এসব প্রতিপক্ষের বিপক্ষে সম্মনয়হীনতা দেখা দেয় খেলোয়াড়দের মধ্যে। প্রত্যেকের মধ্যেই গোল করার একটা প্রবণতা থাকে। এ বিষয়ে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন হারুন। তার কথা, ‘বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। বলেছি যার যার দায়িত্ব সে পালন করবে। যার গোল দেয়ার দায়িত্ব সে গোল দেবে।’ আগের ম্যাচে দু’গোল করা পেনাল্টি কর্ণার স্পেশালিষ্ট আশরাফুল ইসলাম জানান, ‘হংকংয়ের বিপক্ষে প্রথম দিকে কেন জানি হচ্ছিলো না। একের পর এক আক্রমন করার পরও গোল পাচ্ছিলাম না আমরা। তাড়াহুড়া করার কারনেই এমনটা হয়েছিল। তবে আফগানিস্তানের বিপক্ষে ধীরে সুস্থে খেলতে চাই। এ ম্যাচে আমাদের লক্ষ্য থাকবে যতো বেশী গোল করা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ