মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী আদম শরিফ জানিয়েছেন, উত্তর কোরিয়ার জাহাজ হিসেবে শনাক্ত করা একটি জাহাজের সাথে মালদ্বীপের পতাকাবাহী একটি জাহাজের (শিপ-টু-শিপ বা এসটিএস) মধ্যে গভীর সাগরে পণ্য বিনিময়ের একটি অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত চলছে। সংবাদ সম্মেলনে মালদ্বীপের মন্ত্রী বলেন, বিষয়টি স্পর্শকাতর। কারণ অবরোধ থাকায় উত্তর কোরিয়া ও মালদ্বীপের জাহাজের মধ্যে এসটিএস আন্তর্জাতিক রাজনীতির কেলেঙ্কারিতে পরিণত হয়েছে। শরিফ নিশ্চিত বলেন, কয়েকটি দেশের সম্পৃক্ততায় আন্তর্জাতিকভাবে তদন্ত চলছে। মালদ্বীপ প্রাসঙ্গিক তথ্য দিয়ে এ তদন্তে সহায়তা করে যাছে। তিনি এসটিএসের সাথে মালদ্বীপে চলমান জরুরি অবস্থার মধ্যে সম্পর্ক রয়েছে বলেও জানান। তিনি বলেন, যেসব দেশ মালদ্বীপের সরকারকে উৎখাত করতে চায়, এটি তাদের ষড়যন্ত্রও হতে পারে। উত্তর কোরিয়ার পতাকাবাহী জাহাজ চোন মা স্যান মার্কিন অবরোধের তালিকায় রয়েছে। সূত্র : সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।