রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত¡র হতে একটি বিক্ষোভ মিছিল পৌর সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। বাংলাদেশ শিক্ষক সমিতি পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি ও হরশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেকবর আলী’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ শিক্ষক সমিতি পাকুন্দিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও চরটেকী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. রফিকুল ইসলাম শাজাহান প্রমুখ।
সভায় বক্তারা আগামি ১৪ মার্চ কেন্দ্রিয় শহীদ মিনার প্রঙ্গণে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে মহাসমাবেশ সফল করার জন্য সকল শিক্ষক-কর্মচারিদেরকে উপস্থিত থাকার আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।