Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত¡র হতে একটি বিক্ষোভ মিছিল পৌর সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। বাংলাদেশ শিক্ষক সমিতি পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি ও হরশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেকবর আলী’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ শিক্ষক সমিতি পাকুন্দিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও চরটেকী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. রফিকুল ইসলাম শাজাহান প্রমুখ।
সভায় বক্তারা আগামি ১৪ মার্চ কেন্দ্রিয় শহীদ মিনার প্রঙ্গণে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে মহাসমাবেশ সফল করার জন্য সকল শিক্ষক-কর্মচারিদেরকে উপস্থিত থাকার আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ