Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির সমাবেশে বাধা, মানবাধিকার সংগঠনগুলোর নিন্দা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

জাতীয় প্রেসসক্লাবের সামনে বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়ায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ২০টি মানবাধিকার সংগঠনের জোট হিউম্যান রাইটস ফোরাম, বাংলাদেশ (এইচআরএফবি)। আজ রোববার এক বিবৃতিতে এ উদ্বেগ জানায় সংগঠনটি। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও এইচআরএফবির আহŸায়ক শীপা হাফিজা এ বিবৃতি পাঠান। ৮ মার্চ জাতীয় প্রেসসক্লাব এলাকায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের এক মাস পূর্তি উপলক্ষে এবং তাঁর মুক্তির দাবিতে বিএনপির নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। বিবৃতিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে সাদাপোশাক পরা পুলিশের অতর্কিত আক্রমণ এবং ব্যাপক ধস্তাধস্তির পর টেনেহিঁচড়ে ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম মিজানুর রহমানকে তুলে নেওয়ার জন্য পুলিশের বেপরোয়া আচরণের কথা উল্লেখ করে নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ আচরণ সংবিধান পরিপন্থী। দায়িত্ব পালনরত পুলিশের মনে রাখতে হবে যে বাংলাদেশের সংবিধানের ৩৭ ও ৩৯ অনুচ্ছেদে সমাবেশের অধিকার এবং চিন্তা ও মতপ্রকাশের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর এ অধিকার সুরক্ষা করার দায়িত্ব পুলিশ বাহিনীর, লঙ্ঘন করা নয়।
এইচআরএফবির বিবৃতিতে বলা হয়, কর্মসূচির একেবারে শেষ পর্যায়ে সাদাপোশাকধারী পুলিশ সদস্যরা অতর্কিতে ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম মিজানুর রহমানকে ে গ্রেপ্তারের প্রচেষ্টা চালান। এ প্রক্রিয়ায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে টেনেহিঁচড়ে মিজানুর রহমানকে তুলে নিয়ে যায় পুলিশ। আমরা সা¤প্রতিক সময়ে বিএনপির বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশকে চড়াও হতে দেখছি। বিবৃতিতে বলা হয়, নাগরিকের অধিকারচর্চায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এরূপ আক্রমণাত্মক ভূমিকা অনাকাঙ্খিত এবং অগ্রহণযোগ্য।

 



 

Show all comments
  • Mohi Uddin Helal ১২ মার্চ, ২০১৮, ১২:৫৫ পিএম says : 0
    যে কোন দেশে গণতান্ত্রিক সরকার থাকে না সে খানে নিন্দা করে কিছুই করা যাবে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ