Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীর প্রশাসনে নারীর জয়জয়কার

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

সরকার আদম আলী, নরসিংদী থেকে : নরসিংদী জেলা প্রশাসনে সৈয়দা ফারহানা কাউনাইন নামে নতুন জেলা প্রশাসক যোগদান করেছেন। গতকাল রোববার তিনি আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনের দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগে সাবেক জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, নতুন জেলা প্রশাসকের নিকট আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার হস্তান্তর করেন। সৈয়দা ফারহানা কাউনাইন আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। নতুন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ইত:পূর্বে জনপ্রশাসন মন্ত্রাণালয়ের উপ-সচিবের দায়িত্ব পালন করেন। সৈয়দা ফারহানা কাউনাইন হবেন নরসিংদীর ১৭ তম জেলা প্রশাসক এবং নরসিংদীর প্রথম নারী জেলা প্রশাসক। নরসিংদীতে যোগদান করে তিনি আরো কয়েকজন নারী কর্মকর্তাকে সহযোগী পেয়েছেন। এদের মধ্যে রয়েছেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুষমা সূলতানা, সিনিয়র নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুবনা ফারজানা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সুলতানা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহের নিগার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা বেগম। এছাড়া নরসিংদী প্রশাসনাধীন আরো ২ জন নারী কর্মকর্তা রয়েছেন। এরা হচ্ছেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিলু রায় এবং বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা। নতুন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন’র আগে ১৬ জন জেলা প্রশাসকই ছিলেন পুরুষ। স¤প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় ড. সুভাষ চন্দ্র বিশ্বাসকে ময়মনসিংহ জেলা প্রশাসক হিসেবে বদলী করে। তার স্থলাভিষিক্ত করেন জনপ্রশাসন মন্ত্রাণালয়ের উপ-সচিব সৈয়দা ফারহানা কাউনাইনকে। ১২ মার্চ সোমবার ড. সুভাষ চন্দ্র বিশ্বাস ময়মনসিংহ জেলা প্রশাসক হিসেবে যোগদান করার কথা রয়েছে। নরসিংদী জেলা প্রশাসক হিসেবে সৈয়দা ফারহানা কাউনাইন’র যোগদানের মধ্য দিয়ে নরসিংদী জেলায় নারী কর্মকর্তাদের জয়জয়কার পড়ে গেছে। জেলা প্রশাসনসহ সর্বস্তরেই নারী কর্মকর্তাদের প্রাধান্য বৃদ্ধি পেয়েছে। নরসিংদী জেলায় পুলিশ সুপার হিসেবে ৩ বছরেরও অধিক সময় ধরে দায়িত্ব পালন করছেন নারী পুলিশ কর্মকর্তা আমেনা বেগম (তিনি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)। নরসিংদীর সিভিল সার্জন পদে দায়িত্বরত রয়েছেন সুলতানা রাজিয়া নামে একজন নারী কর্মকর্তা। বিচার বিভাগেও নারী প্রাধান্য রয়েছে। সেখানে জেলা ও দায়রা জজের দায়িত্ব পালন করছেন বেগম ফাতেমা নজিব নামে এক বিচারিক ক্যাডারের নারী কর্মকর্তা। অতিরিক্ত যুগ্ম জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন বেগম লুবনা জাহান নামে আরো একজন বিচারিক কর্মকর্তা। চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের দায়িত্ব পালন করছেন নারী কর্মকর্তা শামীমা আফরোজ। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট পদে রয়েছেন নারী কর্মকর্তা শামীমা আক্তার। এছাড়াও জেলা জাজশীপের অধীন আরো কয়েকজন নারী বিচারক দায়িত্বরত রয়েছে। রায়পুরা উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট পদে দায়িত্ব পালন করছেন মনিষা রায়, পলাশ উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট পদে রয়েছেন অনামিকা, বেলাব উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট পদে রয়েছেন রুমানা নাহিদ মিতু, মনোহরদী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট পদে দায়িত্ব পালন করছেন শাহিনা আক্তার, জেলা পর্যায়ে অন্যান্য নারী কর্মকর্তাদের মধ্যে রয়েছেন জেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা তথ্য কর্মকর্তা নাসিমা খাতুন, সহকারী জেলা তথ্য কর্মকর্তা সানজিদা আমীন, জেলা ক্রীড়া কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ফারজানা আক্তার সাথী নামে এক নারী কর্মকর্তা। তিনি সারা বাংলাদেশে একমাত্র নারী ক্রীড়া কর্মকর্তা বলে জানা গেছে। এ ছাড়া নরসিংদী কৃষি স¤প্রসারণ বিভাগে উপজেলা কৃষি কর্মকর্তার দায়িত্ব পালন করছেন কৃষিবিদ রুবিনা আক্তার, এডিশনাল কৃষি কর্মকর্তার দায়িত্ব পালন করছেন কৃষিবিদ আয়েশা আক্তার, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা পদে নরসিংদীতে কাজ করছেন মহুয়া শামীম মুনমুন নামে এক কৃষিবিদ মহিলা। এছাড়াও শিক্ষা বিভাগসহ বিভিন্ন সরকারী-বেসরকারী পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে নারীরা দায়িত্ব পালন করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রশাসন

১৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ