নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : একের পর এক হার তার উপর সাকিব আল হাসানের চোট। দুঃসময় পার করতে একটি জয়ের ভীষণ দরকার ছিল বাংলাদেশের। শ্রীলঙ্কায় নিদহাস কাপে বাংলাদেশ গিয়েছিল আন্ডারডগ হিসেবে। হারের বৃত্তে থাকা খেলোয়াড়রা তো বটেই টিম ম্যানেজমেন্টের গলাতেও খুব বড় কিছু করার জোর ছিল না। তবে ইতিহাস গড়ে লঙ্কানদের হারিয়ে এবার গলার জোর বড় করতেই পারে বাংলাদেশ। টুর্নামেন্টের অবস্থা বলছে ফাইনালের পথে সমান সমান অবস্থা তিন দলেরই।
ভারত-শ্রীলঙ্কা-বাংলাদেশ। তিন দলই দুই ম্যাচ করে খেলে পেয়েছে একটি করে জয়। যদিও রানরেটে সামান্য পিছিয়ে টেবিলের তিনে আছে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ২১৫ রানের পাহাড় টপকানো জয়ে সবগুলো দুয়ার খোলে গেছে বাংলাদেশের। আসর জমিয়ে বাংলাদেশ জানিয়ে দিয়েছে কেবল অংশ নিতেই আসেনি তারা, শিরোপার জোরালো দাবিদারও।
টুর্নামেন্টের পরের ম্যাচ ভারত-শ্রীলঙ্কার। আজ ভারত যদি হেরে যায় তারা পড়ে যাবে খাদের কিনারে। শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তখন রোহিত শর্মাদের জিততেই হবে। নইলে বাংলাদেশ চলে যাবে ফাইনালে। আর ভারতের কাছে শ্রীলঙ্কা হেরে গেলেও সুযোগ থাকতে বাংলাদেশের। নিজেদের শেষ ম্যাচে লঙ্কানদের হারিয়ে দিলে বাংলাদেশই তখন এগিয়ে যাবে ফাইনালের দৌঁড়ে। অর্থাৎ টুর্নামেন্টের এখন যা অবস্থা তাতে তিন দলের সামনেই ফাইনালে যাওয়ার সমান সুযোগ। টুর্নামেন্ট শুরুর আগে তো বটেই, ভারতের কাছে প্রথম ম্যাচে হেরে যাওয়ার পরও এমনটা ভাবা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।