প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বীর অরোরা (পুলকিত সম্রাট) দিল্লির এক গড় তরুণ। সে গীতকে (কৃতি খারবান্দা) ভালবাসে আর বিয়ে করতে চায়। প্রেমিকার বাবা-মায়ের সঙ্গে দেখা করার সময় ঝামেলা বেঁধে যায়। অন্য এক তরুণীর সঙ্গে বদমাশি করায় একদল গুন্ডার সঙ্গে বীরের মারামারি হয়। এতে বেঁকে বসে গীতের বাবা (সতীশ কৌশিক)। সে জানিয়ে দেয় যে ছেলে মারামারি করে তার কাছে সে মেয়ে বিয়ে দেবে না। এই সময় কাহিনীতে অন্তর্ভুক্ত হয় বীরর ভাই বাল্লি (জিমি শেরগিল)। বাল্লি যার বয়স ৩৫ এখনও তার কনে খুঁজছে। নিজে বিয়ে নিয়ে দুর্ভাগ্যের শিকার বলে যে করেই হোক বীরকে সে ব্যর্থ হতে দেবে না। সে গীতের বাবাকে হুমকি দেয় মেয়েকে বীরের কাছে বিয়ে না দিলে কঠিন ফলাফল ভোগ করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।