Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আপন ওয়েডিংয়ে মাত্র আট হাজারে পালকি

প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আপন ওয়েডিংয়ে মাত্র ৮ হাজার টাকায় পাওয়া যাচ্ছে পালকি। যারা এতদিন অপেক্ষায় ছিলেন পালকিতে করে বিয়ে করার তাদের শখ বুঝি পূরণ হলো। বিভিন্ন ধরনের পালকির সাজে ও ক্যাটাগরির ভিন্নতার কারণে দামের ক্ষেত্রে কমবেশি হতে পারে। আপন ওয়েডিং ট্রেডিশনাল পালকি, এরাবিয়ান পালকি পাওয়া যাবে ৮ হাজার টাকায় আর ময়ূর পালকি ১০ হাজার টাকায়। এছাড়া বিয়ের আয়োজনের বেলায় রয়েছে মনের মতো ভিন্ন ভিন্ন তিনটি প্যাকেজ। এগুলো হলো- ৭০ হাজার, ৯০ হাজার ও ১ লক্ষ ৬৫ হাজার টাকার বিয়ে। ৭০ হাজার টাকার প্যাকেজের মধ্যে রয়েছে স্টেজ ডেকোরেশন, প্রবেশ পথ ডেকোরেশন, রাখী গহনা, ঢোল, পালকি, ফটোগ্রফি ও সিনেমাটোগ্রাফি। ৯০ হাজার টাকায় স্টেজ ডেকোরেশন, প্রবেশ পথ ডেকোরেশন, রাখী গহনা, ঢোল, পালকি, গহনা সেট, ডালা সেট, চেয়ার রিবন এবং মাত্র ১ লক্ষ ৬৫ হাজার টাকায় স্টেজ ডেকোরেশন, প্রবেশ পথ ডেকোরেশন, রাখী গহনা, ঢোল, পালকি, গহনা সেট, ডালা সেট, চেয়ার রিবন, কার/বাসর ডেকোরেশন, হেড টেবিল ডেকোরেশন, ডিজে ও সাউন্ড, ফুসকা অথবা জিলাপীর আয়োজন। প্রিয় মানুষটির সঙ্গে আটঘাট বেঁধে নতুন জীবন শুরু করতে আপন জনের মতোই পাশে আছে আপন ওয়েডিং। আপন ওয়েডিংয়ের ফেসবুক পেজে িি.িভধপবনড়ড়শ.পড়স/ধঢ়ড়হবিফফরহমনফ. বিস্তারিত জানতে ২৩৬, নিউ এলিফেন্ট রোড, সেলটেক সিরিয়া কম্পিউটার সিটি, ৪১৩/বি (৪র্থ তলা), ঢাকা-১২০৫, ফোন: ০১৯৭২২২৮০৬১, ০১৬১২২২৮০৬১।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আপন ওয়েডিংয়ে মাত্র আট হাজারে পালকি
আরও পড়ুন