রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড সংগটিত হয়েছে। শনিবার রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের চম্পক নগর বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বাজারের চারটি দোকান সম্পূর্ণ ভস্মীভ‚ত হয়েছে। এতে প্রায় সাত লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা দাবী করেন।
ক্ষতিগ্রস্থরা জানান, শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চম্পক নগর বাজারের বাবুলের মেকানিকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী মামুনের ওষুধের দোকানসহ মোছলেম ও মালেকের চাউলের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। স্থানীয়দের সহযোগিতায় আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। এতে প্রায় সাত লাখ টাকার মালামাল ভস্মীভ‚ত হয়। ক্ষতিগ্রস্ত দোকানদার মামুন জানায়, ধার ও বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে সেতার ওষুধের দোকান সাজিয়ে ছিল। আগুনে সম্পূর্ন দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এখন পথে বসা ছাড়া কোন গতি নাই। আড়াইহাজার থানার ওসি এম এ হক ঘটনা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।