Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিভিন্ন স্থানে শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

টাঙ্গাইল:
টাঙ্গাইলে শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল সদর উপজেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি।
গতকাল রোববার সকালে টাঙ্গাইল জেলা বাকশিসের আহ্বায়ক আজহার আলী’র নেতৃত্বে দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় শহীদ মিনারে সমাবেশ করে। সমাবেশ শেষে বিভিন্ন কলেজ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহীদ মিনার থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরাই শহীদ মিনারে এসে সমাবেশ করে। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক নেতা আওয়াল মিয়া, শহিদুল ইসলাম, শামীম আল মামুন, আ: হাকিম, সমরেশ চন্দ্র পাল, জামাল হোসেন, সোলাইমান দেওয়ান, মাজেদুল হক প্রমুখ।
কোটালীপাড়া
কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষা জাতীয়করনের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল রোববার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, পূর্নাঙ্গ উৎসব ভাতা ও বৈশাখী ভাতা সহ শিক্ষা জাতীয়করণের দাবীতে একটি বিক্ষোভ মিছিল কমলকুঁড়ি বিদ্যানিকেতন হইতে উপজেলার প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনের সড়কের সমাবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে বক্তব্য রাখেন- নেছারউদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আশুতোষ বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি হাসান মো: নাসির উদ্দিন, কোটালীপাড়া শিক্ষক সমিতির সভাপতি নন্দলাল বসু, শিক্ষক হাবিবুর রহমান মুকুল প্রমূখ।
সীতাকুন্ডু
সীতাকুন্ডু (চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা:
বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদের আয়োজনে সীতাকুন্ডে শিক্ষকদের ১১দফা দাবীতে কর্মবিরতি ও মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক সমিতি সীতাকুন্ডু উপজেলা শাখার সভাপতি হাবিব উল্ল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বক্করের সঞ্চলনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক (বাকবিশিস) এর মোঃ সাইফুদ্দিনমোরশেদ,যুবাইদিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নুরুল কবির, সীতাকুন্ডু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম জাহাঙ্গীর,দীপক কান্তি চৌধুরী,গাজী সামসুল আলম,আবু জাফর মোঃ ছাদেক,একরামুল হক ভূইয়া, লোকমান মিয়া,বিল্টু কুমার সিংহ,আমিনুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দে,ইকবাল আজাদ সহ বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বৃন্দ। গতকাল রোববার সকাল ১১টায় সীতাকুন্ডু উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন,দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতিও আন্দোলন চলবে। এদিকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আলাপকালে জানা যায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের শুধু হাজিরা ডেকেই ছুটি হয়ে যায়। এতেকরে তাদের লেখা পড়ার চরম ক্ষতি হচ্ছে। ফলে নির্দিষ্ট সময়ে নির্ধারিত সিলিবাস শেষ করা অনিশ্চিত বলে মন্তব্য করে তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ