Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীর থানায় থানায় বিএনপির বিক্ষোভ

অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলা প্রতিবাদে রাজধানীর থানায় থানায় বিক্ষোভ করেছে বিএনপি। গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচির ভেতরে পুলিশ ঢুকে দলের নেতাকর্মী গ্রেফতার এবং কর্মসূচি পÐ করে দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্র ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল (শনিবার) ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার জানান, কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানে পুলিশের হামলায় দক্ষিণ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ১৪-১৫ জন আহত হন। তিনি জানান, কর্মসূচিতে পুলিশের নগ্ন হামলার প্রতিবাদে শাহবাগ থানা বিএনপি’র বিক্ষোভ মিছিল মুক্তাঙ্গন থেকে আরম্ভ করে গুলিস্তান সিনেমা হলের সামনে গেলে পুলিশি হামলায় ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হান্নান, রফিকুল ইসলাম স্বপন, আবু সুফিয়ান, সাইফুল ইসলাম, রাইসুল ইসলাম চন্দন, মতিন রানা, মামুন অর-রশিদ মামুন, লিটন, আবদুস সালাম, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান বিল্লাল, জসিম উদ্দিন ভ‚ইঁয়া, সালাউদ্দিন, আঃ রহিম উপস্থিত ছিলেন। শাহবাগ থানার অপর একটি বিক্ষোভ মিছিল দক্ষিণ বিএনপির সহ-সভাপতি আবুল হাসান তালুকদার ননী ও সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদের নেতৃত্বে বিজয় নগর পানির ট্যাংক হইতে পল্টন মোড় আজাদ প্রোডাক্টস এর গলিতে গিয়ে শেষ হয়। দক্ষিণের সহ-সভাপতি ইউনুস মৃধার নেতৃত্বে মিছিল পল্লীমা সংসদ থেকে শুরু হয়ে খিলগাঁও থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খিদমাহ্ হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন, ফারুকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, জামিলুর রহমান নয়ন, এম. জামান, সাজ্জাদুর রহমান, দিপু সরকার, মাসুদ আলম, মোঃ শহিদ, খোরশেদ আলম, প্রমুখ। মতিঝিলে বিএনপি নেতা হাজী মোঃ সোলায়মান আলী আরামবাগ ডালাসের গলি থেকে শুরু হয়ে ফকিরাপুল ফল পট্টি বাজারে গিয়ে শেষ হয়। রমনা থানায় বিএনপি নেতা হুমায়ুন কবির ও আব্দুল মোতালেব রুবেলের নেতৃত্বে মিছিলটি সিদ্ধেসরী গার্লস স্কুলের সামনে থেকে শুরু হয়ে মৌচাক মার্কেটে গিয়ে শেষ হয়। চকবাজার থানা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক খতীবুর রহমান খোকনের নেতৃত্বে বেগম বাজার থেকে শুরু হয়ে কে.আজম লেন হয়ে আবুল হাসানাত রোডে গিয়ে শেষ হয়। যাত্রাবাড়ি বিএনপিতে মিজানুর রহমান ভান্ডারী ও আনোয়ার সরদারের নেতৃত্বে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনে থেকে মিছিল শুরু করে সায়দাবাদ জনপদে মোড়ে গেলেই পুলিশি হামলায় মিছিলটি ছত্র ভঙ্গ হয়ে যায়। এতে উপস্থিত ছিলেন, এ্যাডঃ ইসহাক তালুকদার, আশরাফ উদ্দিন খান, সাঈদ আহমেদ শাহীন, আলী আহমেদ সবুজ, মজিবুর রহমান মধু, মাসুম মোল্লা, মোঃ আসলাম, শান্ত ইসলাম জুম্মন, সাগর দেওয়ান ফারহান প্রমুখ। কামরাঙ্গীরচরে হাজী মনির হোসেন চেয়ারম্যানের নেতৃত্বে ঝাওলাহাটি চৌরাস্তা (হাজীর ঘাট) বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেড়ীবাধ প্রধান সড়ক গিয়ে শেষ হয়। মিছিলে আবুল কালাম আজাদ, মোঃ পারভেজ, মোঃ খায়ের উদ্দিন, সাইফুল ইসলাম, মোঃ সমীর, জাহাঙ্গীর হোসেন, রহমত উল্লাহ অংশ নেন। মহানগর বিএনপির নেতা তানভীর আহম্মেদ রবিনের নেতৃত্বে মিছিলটি শ্যামপুর থানার ধলেশ্বর হইতে শুরু হয়ে শ্যামপুর বাজারে গিয়ে শেষ হয়। নিউ মার্কেট থানা একটি বিক্ষোভ মিছিল এ্যাড: মকবুল হোসেনের নেতৃত্বে এ্যলিফ্যান্ট রোড বাটা সিগনাল থেকে শুরু হয়ে সাইন্স ল্যাবরেটরী মোড়ে গিয়ে শেষ হয়। সূত্রাপুর থানার মিছিল দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক আঃ সাত্তারের নেতৃত্বে রায় সাহেব বাজার মোড় থেকে শুরু হয়ে ধোলাইখাল চিশতিয়া কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যান্যদের মধ্যে অংশ নেন বিএনপি নেতা আক্তার হোসেন, রেজাউল ইমন, কাজী কাইয়ুম, এম.এ হক সবুজ, রহমান, নাদিম, আঃ মজিদ সেন্টু, টারজান ও শাকিল প্রমুখ। ওয়ারী থানা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল গোলাম মোস্তফা সেলিম ও এড.মাহফুজুর রহমান মনার নেতৃত্বে ওয়ারী টিপু সুলতান রোড থেকে শুরু হয়ে জয়কালী মন্দির বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সামনে গিয়ে শেষ হয়। দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক এবং শ্যামপুর থানা বিএনপিসাধারণ সম্পাদক আ.ন.ম. সাইফুল ইসলামের নেতৃত্বে শ্যামপুর কদমতলী থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ ইমতিয়াজ আহমেদ টিপু, সালাউদ্দিন রতন, মোঃ গোলাম মোস্তফা, মোঃ সেলিম গফুর, মোঃ নজরুল ইসলাম প্রমুখ। শ্যামপুর থানার অপর একটি মিছিল কাজী মাহবুব মাওলা হিমেল ও মোজাম্মেল হকের নেতৃত্বে জুরাইন রেল গেইট থেকে শুরু হয়ে গেন্ডারিয়া রেল স্টেশনে গিয়ে শেষ হয়। ডেমরা বিএনপি নেতা মোজাম্মেল হোসেন ও আবুল হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল আমুলিয়া বাজার হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডেমরা স্টাফ কোয়ার্টারে গিয়ে শেষ হয়। কলাবাগানের বিক্ষোভ মিছিল দক্ষিণ বিএনপির সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে সোনারগাঁও রোড সুন্দরবন হোটেলের সামনে থেকে শুরু হয়ে বসুন্ধরা সিটি প্রদক্ষিণ করে পান্থপথ সিগনালে গেলে মিছিলটি পুলিশি বাধার কারণে ছত্রভঙ্গ হয়ে যায়। কোতয়ালী থানার মিছিল বাবু বাজার ব্রীজ থেকে শুরু হয়ে মিটফোর্ড রোডে যাওয়ার পথে পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়। এ ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির লালবাগ, হাজারীবাগ, মুগদা, পল্টন, বংশাল, সবুজবাগ, ধানমন্ডি থানার নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করে।
একই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপি থানায় থানায় বিক্ষোভ মিছিল করেছে। বাড্ডা থানা বিএনপির মিছিল উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক এজিএম সামসুল হকের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন জাফর, তফিরুল ইসলাম তুহিন, হারুন অর রশিদ, যুবনেতা জাহাঙ্গীর মোল্লা, মাহাবুল আলম ভূঁইয়া, শাহিন, আঃ কাদের বাবু, হাফিজুর রহমান হাফিজ, আফজালুর রহমান অরুন। পল্লবী বিএনপির মিছিল কমিশনার মোঃ সাজ্জাদ ও বুলবুল মল্লিকের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। তেজগাঁও বিএনপির মিছিল তেজগাঁও মহিলা কলেজের সামনে থেকে শুরু হয়ে কানন বাজার কাঁচা বাজারের সামনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ার। মোহাম্মদপুর বিএনপির বিক্ষোভ মহানগর সহ-সভাপতি আতিকুল ইসলাম মতিনের নেতৃতে ইকবাল রোড থেকে আসাদগেটে গিয়ে শেষ হয়। মোহাম্মদপুরের আরেকটি বিক্ষোভ উত্তর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রহমানের নেতৃত্বে মোহাম্মদপুর টাউন হলের সামনে থেকে শুরু হয়ে মোহাম্মদপুর বাসষ্ট্যান্ড গেলে পুলিশি বাঁধায় মিছিলটি পন্ড হয়ে যায়।
বিমানবন্দর বিএনপির মিছিল উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ নাসির জুলহাস পারভেজের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। রূপনগর বিএনপির মিছিলে অংশ নেন মোঃ আব্দুল আউয়াল, ইঞ্জিঃ মজিবুল হক, এস,এম মজিবুর রহমান, আমজাদ হোসেন মোল্লা, হেলাল উদ্দিন চপলসহ বিএনপি নেতাকর্মীরা। দক্ষিণখান থানা বিএনপির বিক্ষোভ আকবর আলীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। শেরে বাংলা নগরের মিছিল সিরাজুল ইসলাম সিরাজ, শাহ আলম, তোফায়েল আহম্মেদ, সোহেল সহ থানা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। কাফরুল বিএনপির মিছিল উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মতি এবং সহ-সাধারণ সম্পাদক মো: আশরাফুজ্জাহান জাহানের নেতৃত্বে ইবরাহীমপুর মেইন রোডে অনুষ্ঠিত হয়। শাহআলী থানা ও মিরপুর থানা বিএনপির বিক্ষোভ মিছিল উত্তর বিএনপির সহ-সভাপতি ফেরদৌসি আহমেদ মিষ্টির নেতৃত্বে অনুষ্ঠিত হয়। রামপুরা থানা বিএনপির বিক্ষোভ মিছিল টিভি সেন্টার থেকে শুরু হয়ে কিছুদূর অগ্রসর হলে পুলিশী ধাওয়ায় মিছিলটি পন্ড হয়ে যায়। খিলক্ষেত বিএনপির মিছিল হাজী ফজলুল হক ফজলুর নেতৃত্বে খিলক্ষেত পেট্রোল পাম্পের সামনে থেকে শুরু হলে পুলিশ চারপাশ ঘিরে ফেলায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। উত্তরা পূর্ব থানা বিএনপির মিছিল উত্তরা পূর্ব থানা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শুরু করলে পুলিশী তৎপরতায় মিছিলটি পন্ড হয়ে যায়।

 

 

 

 

 

 

 



 

Show all comments
  • কামাল ১১ মার্চ, ২০১৮, ৪:৫৪ এএম says : 0
    বিএনপির নেতাকর্মীদেরকে আরো বেশি কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে।
    Total Reply(0) Reply
  • আব্বাস ১১ মার্চ, ২০১৮, ৪:৫৪ এএম says : 0
    বিএনপির বর্তমান প্রোগ্রামগুলো পারফেক্ট
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ